মোস্তাফিজুর রহমান: ঢাকা মহানগর ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিনকে মারধর করেছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক আবুল ও তার লোকজন। মঙ্গলবার ১২ টার দিকে স্থানীয় একটি হোটেলে আটকের পর এই মারধরের ঘটনা ঘটে। জসিম উদ্দিনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জসিমের স্বজনরা জানিয়েছেন, সম্প্রতি জসিমের মেয়ে পল্টন থানা মহিলা লীগের সাধারণ সম্পাদক নির্বাচত হন। এরপর থেকে আবুলের লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে জসিমের মেয়ে সম্পর্কে আজেবাজে লেখালেখি করেন।
তিনি এ বিষয়ে কাউন্সিলর আবুলকে জিজ্ঞেস করতে গিয়েছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে আবুল ও তার লোকজন জসিমকে বেধড়ক পেটায়। গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে হাসপাতালে নেয়া হয়। তার অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্র জানায়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে কাউন্সিলর এনামুল হক আবুল বলেছেন, রাতে তিনি শান্তিনগর হোয়াইট হাউজে বসে মিটিং করছিলেন। এই ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই।