সুজিৎ নন্দী: পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে ‘পূর্বাচল লেডিস ক্লাব’ ও ‘লাভ ফরেস্ট রেস্টুরেন্ট’ উচ্ছেদ করেছে। বুধবার থেকে চলমান উচ্ছেদ এ অভিযান শুরু হয়েছে।
রাজউক সূত্র জানায়, পূর্বাচলের ১৩ নম্বর সেক্টরে খেলার মাঠ দখল করে এবং আবাসিক প্লটে ওই ক্লাবের স্থাপনা গড়ে তোলা হয়েছিল।
অভিযানে অংশ নেওয়া রাজউকের কর্মকর্তারা জানান, পূর্বাচল ১৩ নম্বর সেক্টরের ৩০৫ নম্বর রোডে প্রায় তিন বিঘা জমি প্রতিবন্ধীদের খেলার মাঠ হিসেবে সংরক্ষণ করেছিল রাজউক।
জানা যায়, পূর্বাচল লেডিস ক্লাব অভিজাত শ্রেণির ক্লাব হিসেবেপরিচিত ছিলো। সীমানা দিয়ে ভেতরে বানানো হয়েছিল সুইমিং পুল, অফিস কক্ষ, ব্যায়ামাগারসহ কয়েকটি অবকাঠামো।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে চালানো উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন রাজউকের জোন-৪ এর পরিচালক, অথরাইজড অফিসার মাসুক আহমেদ।