শিরোনাম
◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত ◈ লন্ডন আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য নিয়ে যা বললেন জাইমা রহমান ◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০২:৪৪ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর নির্দেশিকা: ভাড়া বাড়ানো যাবে না দুই বছরের আগে

মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: ভাড়াটিয়ার অধিকার নিশ্চিত করতে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ অনুযায়ী নতুন নির্দেশিকা জারি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC)। নির্দেশিকায় বলা হয়েছে, ভাড়া বাড়ানো যাবে না দুই বছরের আগে এবং বাড়িওয়ালাকে প্রতি মাসে ভাড়ার লিখিত রসিদ দিতে হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংবাদ সম্মেলনে প্রশাসক এজাজ রহমান এ কথা জানান। নির্দেশনায় উল্লেখ করা হয়, বাড়ির মালিককে ভাড়াকৃত বাসা বাসযোগ্য রাখতে হবে এবং গ্যাস, পানি, বিদ্যুৎসহ সব ধরনের ইউটিলিটি সেবা নিশ্চিত করতে হবে। কোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধানের দায়িত্ব বাড়িওয়ালার।

নতুন নিয়ম অনুযায়ী, ভাড়াটিয়ার কাছ থেকে এক থেকে তিন মাসের বেশি অগ্রিম ভাড়া নেওয়া যাবে না। পাশাপাশি বাড়ি ভাড়া দেওয়ার সময় লিখিত চুক্তিপত্র বাধ্যতামূলক করা হয়েছে, যেখানে ভাড়া বৃদ্ধির শর্ত, অগ্রিম জমা এবং অন্যান্য বিষয় উল্লেখ থাকতে হবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, মানসম্মত ভাড়া কার্যকর হওয়ার পর তা দুই বছর পর্যন্ত অপরিবর্তিত থাকবে এবং ভাড়া বৃদ্ধির সময় নির্ধারিত থাকবে জুন-জুলাই মাসে। দুই বছরের আগে কোনো অবস্থাতেই ভাড়া বাড়ানো যাবে না।

ভাড়াটিয়া যদি নির্ধারিত সময়ে ভাড়া পরিশোধে ব্যর্থ হন, তবে বাড়িওয়ালা প্রথমে মৌখিক সতর্ক করবেন এবং পরবর্তীতে লিখিত নোটিশ দিয়ে এক মাস সময় দিয়ে বাসা ছাড়ার নির্দেশ দিতে পারবেন। তবে উভয় পক্ষই ভবিষ্যতে দুই মাসের নোটিশ দিয়ে ভাড়া চুক্তি বাতিল করতে পারবেন।

নিরাপত্তার বিষয়েও নির্দেশনায় গুরুত্ব দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ড ও ভূমিকম্পসহ দুর্যোগের ঝুঁকি বিবেচনায় প্রতিটি ভবনে ছাদের তিন ফুট গেইটের চাবি ভাড়াটিয়াদের কাছে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, ওয়ার্ডভিত্তিক বাড়িওয়ালা ও ভাড়াটিয়া সমিতি গঠনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। কোনো সমস্যা সমাধান না হলে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের কর্মকর্তার কাছে অভিযোগ জানানো যাবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে, এই নির্দেশিকা বাস্তবায়নের মাধ্যমে রাজধানীতে ভাড়াটিয়াদের অধিকার সুরক্ষা এবং বাড়িভাড়া ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে বলে আশা করা হচ্ছে

  • সর্বশেষ
  • জনপ্রিয়