মোঃ রফিকুল ইসলাম মিঠু, ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়ির টুলবক্সে করে প্রায় দুই কোটি টাকার স্বর্ণ নিয়ে পালানোর সময় দুই চোরাকারবারিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (১৯ জুলাই) সকালে বিমানবন্দরের ১ ও ২ নম্বর ক্যানোপির মধ্যবর্তী এলাকা থেকে শরীফুল আলম (৩০) ও মো. জুবায়ের (৩৬) নামের ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
এপিবিএন জানায়, ১ ও ২ নম্বর ক্যানোপির মধ্যবর্তী এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে শরীফুল আলম ও জুবায়ের তাদের প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ৩৭-৫২৫৪) নিয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। এ সময় গাড়িটি তল্লাশি করে শরীফুল ও জুবায়েরের দেওয়া তথ্য অনুযায়ী দুজনের সিটের মাঝখানে থাকা গাড়ির টুলবক্স থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। কফি রঙের ছোট ব্যাগে থাকা ১৩টি স্বর্ণবারের ওজন ১ কেজি ৫৭৮ গ্রাম, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ৯৩ লাখ ৪০ হাজার টাকা।
এই ঘটনায় শনিবার সন্ধ্যায় বিমানবন্দর থানায় স্বর্ণ চোরাচালানের অভিযোগে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।