শিরোনাম
◈ 'মাকে লোকে ভয় দেখিয়েছিল, মেয়ে এই কাজ করলে বিয়ে হবে না' ◈ যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বিশেষ বার্তা ◈ বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই ◈ সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেফতার ◈ ডলার সংকট–রাজনৈতিক অনিশ্চয়তায় বিদেশি-প্রবাসীদের শেয়ারবাজার বিমুখতা ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের ক‌্যাশবা‌ক্সে ৫ বছরে ১৫ হাজার কো‌টি টাকা  জমা  ◈ আ'তঙ্কে কাঁপছে ভারত, সেনাপ্রধানের সরল স্বীকারোক্তি! (ভিডিও) ◈ এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ◈ ভারত আমাদের প্রয়োজন নেই, বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চাই: ন্যাটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান গুনথার ◈ ওবায়দুল কাদের কোনঠাসা, শেখ হা‌সিনার কা‌ছে গুরুত্ব পা‌চ্ছেন যে তিন নেতা‌!

প্রকাশিত : ২৩ জুন, ২০২৫, ০১:২৬ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

“মওলা আলী (আ.) যুগে যুগে সত্যানুসন্ধিৎসুদের প্রেরণা হয়ে থাকবেন”— গাদীরে খুম স্মরণে আন্তর্জাতিক কনফারেন্সে বক্তারা

আবছার তৈয়বী, ঢাকা : ঐতিহাসিক গাদীরে খুম দিবস স্মরণে আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্সে বক্তারা বলেছেন, মওলা ইমাম আলী (আ.) অতুলনীয় জ্ঞান ও মর্যাদার অধিকারী, যিনি যুগে যুগে সত্য সন্ধানীদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবেন।

শনিবার (২১ জুন) ঢাকার বিএমএ অডিটোরিয়ামে ‘আনজুমানে মুহিব্বীনে আহলে বায়ত (আ.)’ এর আয়োজনে অনুষ্ঠিত হয় ‘মওলা ইমাম আলী (আ.) আন্তর্জাতিক কনফারেন্স’।

বক্তারা বলেন, বিদায় হজের পর ফেরার পথে প্রিয়নবী (সা.) গাদীরে খুমে সাহাবিদের সম্মুখে ঘোষণা দেন— “আমি যার মওলা, আলী তার মওলা।” তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন— “হে আল্লাহ, আপনি তাকে ভালোবাসুন, যে আলীকে ভালোবাসে, আর তাকে অপমান করুন, যে আলীকে অপমান করে।”

বক্তারা আরও বলেন, পবিত্র আহলে বায়তের (আ.) আনুগত্য ও ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। মুসলিম উম্মাহর মধ্যে বিভাজন দূর করে ঐক্য ও শান্তি প্রতিষ্ঠায় আহলে বায়তের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই।

কনফারেন্সে সভাপতিত্ব করেন আল্লামা শায়খ নূর মোহাম্মদ ভূঁইয়া এবং সঞ্চালনায় ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ নূরুল আবছার তৈয়বী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য থেকে আগত শায়খে তরিকত আহসানুল উলামা সৈয়দ শাহ মুহাম্মদ আহসান আশরাফ আশরাফী জিলানী। আন্তর্জাতিক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমীর শরীফের সৈয়দ গোলাম আম্বিয়া চিশতী, সৈয়দ গোলাম দস্তগীর চিশতী এবং সৈয়দ আতিফ কিবরিয়া চিশতী।

বিশেষ অতিথি ছিলেন শাহ সায়ীদ আনোয়ার মুবারকী, পীরে তরিকত শাহ সারোয়ার মোস্তফা আবুল উলায়ী, পীরে তরিকত আল্লামা আবদুল কুদ্দুছ মিজবাহ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) খুরশিদ আলম। আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. সৈয়দ আহসানুল হাদী, ড. সৈয়দ এমদাদ উদ্দীন নিজামপুরী, অধ্যাপক নূরে আলম মুহাম্মদী, মুশতাক আহমদ পাঞ্জাতনী, আমিনুল এহসান ফেরদৌস আল কদমী প্রমুখ।

কনফারেন্সে পবিত্র আহলে বায়ত (আ.) নিয়ে গবেষণা, লেখালেখি ও প্রচারে অবদানের জন্য ‘পাক-পাঞ্জাতন সম্মাননা’ প্রদান করা হয় পাঁচ গুণী ব্যক্তিকে।

সমাপ্তি পর্বে অনুষ্ঠিত হয় মিলাদ ও কিয়াম এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত। শেষে ‘খায়রাতে পাঞ্জাতন’ তবারুক বিতরণ করা হয়। হাজারো ধর্মপ্রাণ মানুষ কনফারেন্সে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়