শিরোনাম
◈ আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি জামায়াতসহ ২৯ রাজনৈতিক দল, ১১ দল অনুপস্থিত ◈ ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে: জুলাইয়ে মৃত্যু ৪১ জন, আক্রান্ত ছাড়াল ১০ হাজার ◈ ১০০ আসনের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের ◈ নাহিদের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়ায় যে চ্যালেঞ্জ দিলেন সাদিক কায়েম ◈ আইএসপি লাইসেন্স বাতিল, যে তিন কোম্পানির ইন্টারনেট ব্যবহার করলে মিলবে শাস্তি! ◈ নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪ ◈ বাগেরহাটে ভাইরাস, বৃষ্টিতে মৎস্য খাত ধসের মুখে ক্ষতি ৫০ কোটির বেশি ◈ "কক্সবাজারে অস্ত্রের স্ফোরণ: রোহিঙ্গা ক্যাম্প ও পাহাড়ে বিপজ্জনক সন্ত্রাসী ঘাঁটি গড়ে উঠছে" ◈ আবেগ প্রবণ হয়ে পড়েন মির্জা ফখরুল,আমি আসলে মাঝে মাঝে একটু ইমোশনাল হয়ে পড়ি ◈ সেনাবাহিনী কোনো দলকে বিশেষ চোখে দেখে না, নির্বাচন নিয়ে নির্দেশনা আসেনি: আইএসপিআর (ভিডিও)

প্রকাশিত : ১৩ জুন, ২০২৫, ০৮:১৫ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কদমতলী থানা পুলিশের অভিযানে চোরাই ল্যাপটপ ও মোবাইলসহ গ্রেফতার-১

এম.ইউছুপ রেজা : কদমতলী থানা পুলিশের চেকপোস্ট চলাকালীন সময়ে চোরাই ল্যাপটপ ও ২টি মোবাইলসহ একজন গ্রেফতার করা হয়েছে। জানাযায়, থানা পুলিশের নাইট ডিউটি চলাকালে ডিএমপি এর কদমতলী থানাধীন জুরাইন গ্যাসপাইপ চেকপোস্ট এর সামনে এক ব্যক্তিকে সন্দেহজনক মনে হওয়ায় থামতে বলে। কিন্তু পুলিশের ডাক শুনে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এসময় মোঃ কাউসার (৩৪) নামের ওই ব্যক্তিকে আটক করেন পুলিশ।

এসময় তার কাঁধে বহন করা ব্যাগ তল্লাশী করে ২টি ল্যাপটপ ও ২টি মোবাইল পাওয়া যায়। ধৃত ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে উক্ত ল্যাপটপ ও মোবাইল গেন্ডারিয়া থানাধীন নারিন্দা এলাকা হতে মধ্যরাতে একটি বাসার ভ্যান্টিলেটর দিয়ে প্রবেশ করে চুরি করেছে বলে জানায়। 

আটককৃত মোঃ কাউসার (৩৪) বরিশাল জেলার মেহন্দীগঞ্জ থানার বদলপুর এতিমখানা এলাকার আবুল কাশেম বেপারী ও কহিনুর আক্তারের ছেলে। বর্তমানে সে ডিএমপির কদমতলী থানার শ্যামপুর এলাকায় বটতলা ব্রিজ সংলগ্ন ইব্রাহিম হাজীর বাসায় ভাড়া থাকেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় (এসআই) রহমত উল্লাহ উদ্ধারকৃত মালামাল জব্দ করেন এবং আসামীকে আটক করেন।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে কদমতলী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়