শিরোনাম
◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকার মাস্টারপ্ল্যান ছিল: তদন্ত কমিটির প্রতিবেদনে বিচারপতি শামীম ◈ বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ ◈ প্রাক-নির্বাচনী জরিপে জামায়াতের চেয়ে ১.১% এগিয়ে বিএনপি

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০৯ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : মাসুদ আলম

বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার ৪৮

মাসুদ আলম : রাজধানীর মোহাম্মদপুর এলাকার বিভিন্ন ছিনতাই প্রবণ এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

সোমবার  বিকেল থেকে  মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-  মো. ইমরান হোসেন (২৬),  মোঃ বিল্লাল হোসেন ওরফে বেলাল (২৩),  মোঃ মনির (৩৪),  মোঃ রানা (১৯),  মোঃ রাসেল (২৩),  মোঃ সজল ওরফে সুজন (২০),  মোঃ মুন্না (২৪), মোঃ জুয়েল (২৩), মোঃ বিল্লাল (২০),  মোঃ রনি (২৮),  মোঃ মাহাবুব (৪৫),  মোঃ আব্দুল আজিজ ওরফে আইজ্জা ওরফে ইজ্জা (৩৪),  মোঃ লিটন ওরফে কালে (১৯),  মোঃ বাদশা (২৯), মোঃ জনি হাসান (২৮), মোঃ ফয়সাল ওরফে এলেক্স ফয়সাল (২৭), মোঃ রাব্বি (২৪),  মোঃ আরফি হোসেন বজিয় (২০),  মোঃ আকাশ (২৫),  মোঃ সাদ্দাম (৩০), মোঃ আমীন (২৫), সনু ওরফে নাঈম হোসেন(২৯),  মোঃ আবু সাঈদ খান (৫৮),  আহম্মদ আলী (৩৭),  সুমন আহমেদ শুভ (১৯),  মোঃ আসাদ (৫০), মোঃ ইকরামুল হক ইকরাম (২৪),  মোঃ ইব্রাহিম ওরফে ইবু (৩০),  মোসাঃ আনিশা (১৯),  মোসাঃ রিমি আক্তার (২৮),  মোসাঃ নাসিমা (৩০),  মোসাঃ মমিনা খাতুন,  মোসাঃ নিপা (৩০),  মোঃ শরীফ হোসেন (৩৫),  মোঃ রকি (৩৮),  মোঃ শাকিল শেখ (২৪),  মোঃ জোবায়ের ইসলাম (২১),  মোঃ তাজুল ইসলাম (৩৮), মোঃ হোসেন (১৮),  মোঃ আশরাফ উদ্দিন (৪৫), মোঃ সোনা মিয়া (৩৪),   মোঃ রাসেল (২৪), ৪৩। মোঃ সুজন (৩০),  মোঃ মোশারফ (২২), পারভেজ (৫৫),  মোঃ রনি (২৫),  মোঃ তুষার আহমেদ (৩০) ও মোঃ আঃ সালাম (২৮)।
 
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজান এর নেতৃত্বে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল), মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ, পিআই ও মোহাম্মদপুর থানার চৌকস টিম কর্তৃক মোহাম্মদপুরের বিভিন্ন ছিনতাইপ্রবণ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে ৪৮ জনকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

থানা সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়