শিরোনাম
◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের ◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আগামীকাল ◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৪, ০৬:৩৪ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরখানে ১২ বোতল ফেন্সিডিলসহ দুই জন গ্রেফতার

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা : রাজধানীর উত্তরখান থানা এলাকা থেকে ১২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক  কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উত্তরখান থানা  পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন  মোঃ মহারাজ হোসেন মীর (৪৫) ও মোঃ মনির হোসেন (২৭)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার  উত্তরখান থানার গনিপাড়া সিকদার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উত্তরখান থানার গনিপাড়া সিকদার মার্কেটের পশ্চিম পাশে রাস্তার উপর দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়/বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান চালায় উত্তরখান থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাদক কারবারি মহারাজ হোসেন মীর ও মোঃ মনির হোসেনকে ১২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। উত্তরখান থানার অফিসার ইনচার্জ  জানান
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়