শিরোনাম
◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩১ রাত
আপডেট : ০১ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরায় পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ

মোঃরফিকুল ইসলাম মিঠু :  রাজধানীর উত্তরায় পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালের দিকে উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।  নাইন এমএম তারাশ পিস্তলটি ছাড়াও একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ডিএমপির উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান  বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ৪ নম্বর সেক্টরে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের দক্ষিণ পাশের বাউন্ডারি সংলগ্ন ড্রেন থেকে নাইন এমএম পিস্তল, ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।’

তিনি আরো বলেন, ‘উদ্ধার হওয়া পিস্তলটি পুলিশেরই। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরবর্তীতে অস্ত্রটি রাজাবাগের কেন্দ্রীয় অস্ত্রাগারে পাঠানো হবে। সেখান থেকে অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা করা হবে।’

ওই অস্ত্রটি সচল কিনা এবং গুলি ছোড়া হয়েছে কি না জানতে চাইলে ওসি হাবিব বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অস্ত্রটি সচল রয়েছে। সেটি দিয়ে গুলি করা হয়েছে কি না, তা পরীক্ষা ছাড়া বলা কিছু বলা সম্ভব নয়। ধারনা করা হচ্ছে ৫ তারিখেই কেউ অস্ত্রটি লুটে নিয়ে ছিল। অবস্থা বেগতিক দেখে নালায় ফেলে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ বলেন সঠিকভাবে পরীক্ষা করলে বেরিয়ে আসতে পারে হাতের ছাফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়