শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৪, ০৫:৩৩ বিকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাচিপের উদ্যোগে দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ

শাহীন খন্দকার: [২] কোটা আন্দোলন ও দুর্বৃত্তদের নাশকতার কারণে সৃষ্ট পরিস্থিতিতে ক্ষতির সম্মুখীন নিম্ন আয়, খেটে খাওয়া মানুষ ও দুঃস্থ অসহায়দের মাঝে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর উদ্যোগে আজ শনিবার (২৭ জুলাই) রাজধানী শাহবাগ মোড়ে ত্রাণ (চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়েছে।

[৩] এসময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ’র) উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক কোটা আন্দোলন ও দুর্বৃত্তদের নাশকতার কারণে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

[৪] উপাচার্য বলেন,দুর্বৃত্তদের নাশকতার কারণে মেট্রোরেলসহ বিভিন্ন সরকারী স্থাপনার ক্ষতি মোকাবিলায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নের্তৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

[৫] বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী, মহাসচিব ডা. কামরুল হাসান মিলন, বিএসএমএমইউ’র রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, নাক কান গলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এএইচএম জহিরুল হক সাচ্চু, স্বাধীনতা চিকিৎসক পরিষদের বিএসএমএমইউ শাখার সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম টিটো প্রমুখসহ স্বাচিপের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়