শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন ◈ যে কারণে জোরপূর্বক লাখ লাখ আফগান শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে ইরান! ◈ সাঁথিয়ায় ঢাকা-পাবনা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১০ ◈ ক্রিকেটার জা‌ভেদ মিয়াঁদাদ আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন, প্রথম বিয়ে নিয়ে অ‌ভি‌নেতা আমির খান ◈ দে‌শের রাজনী‌তি‌তে এনসিপি কি 'মব' দিয়ে প্রভাব বিস্তার করতে চায়? ◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২২, ১২:১৯ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২২, ১২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে আরো ১০০ কোটি মানুষকে টিকা দেয়া চ্যালেঞ্জিং : বিশ্বব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক: জনগণকে করোনার টিকা প্রদানের ক্ষেত্রে অল্পসময়ে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে ভারত। কিন্তু তাদের সামনে আরেকটি কঠিন চ্যালেঞ্জ আসছে। দেশটি যদি আরো ১০০ কোটি ডোজ টিকা দিতে চায় তাহলে কর্তৃপক্ষকে এবার অপেক্ষাকৃত দরিদ্র মানুষের কাছে পৌঁছাতে হবে।

বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ আরুশি ভাটনগর এবং ওয়েন স্মিথ সম্প্রতি এক নিবন্ধে একথা বলেন। সূত্র : নিউজ ১৮। তারা লিখেছেন, এসব প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোর পথে বড় বাধাগুলোর মধ্যে থাকতে পারে সচেতনতার অভাব এবং টিকা দেয়ার মতো সুবিধা ও জ্ঞানের অভাব। তাই প্রথম ১০০ কোটির চেয়ে দ্বিতীয় ১০০ কোটি টিকা দেয়া বেশি চ্যালেঞ্জিং হতে পারে।

কিছু তথ্য উল্লেখ করে বলা হয়েছে, ভ্যাকসিন নিতে দ্বিধা এখন আর ক্যাম্পেইনের প্রধান বাধা নয়। টিকা গ্রহণে অনিচ্ছুক পরিবারের অনুপাত অনেক কমে এসেছে। গত জানুয়ারিতে এ অনুপাত ছিল ১৪ শতাংশ, আগস্টে এটা তিন শতাংশেরও নিচে নেমেছে। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের পরই ভ্যাকসিন নিতে অনিচ্ছুকদের সংখ্যা কমতে শুরু করে।

এ প্রসঙ্গে আরো বলা হয়, গত এপ্রিলে অন্তত একজন টিকা নিয়েছে এমন পরিবারের সংখ্যা ছিল ১৭ দশমিক পাঁচ শতাংশ। আগস্টে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ দশমিক চার শতাংশে। ব্লগে ভারতের শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের মধ্যে টিকা প্রদানের পার্থক্যও তুলে ধরা হয়েছে। শহরে ভ্যাকসিনেশনের হার ৬৬ শতাংশ হলেও গ্রামে তা ৫২ শতাংশ। আবার মোট মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের ৫৯ শতাংশ টিকা পেয়েছেন। কিন্তু নেট ব্যবহার করেন না এমন মানুষের মধ্যে মাত্র ৫১ শতাংশই পেয়েছেন টিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়