শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২২, ১২:১৯ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২২, ১২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে আরো ১০০ কোটি মানুষকে টিকা দেয়া চ্যালেঞ্জিং : বিশ্বব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক: জনগণকে করোনার টিকা প্রদানের ক্ষেত্রে অল্পসময়ে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে ভারত। কিন্তু তাদের সামনে আরেকটি কঠিন চ্যালেঞ্জ আসছে। দেশটি যদি আরো ১০০ কোটি ডোজ টিকা দিতে চায় তাহলে কর্তৃপক্ষকে এবার অপেক্ষাকৃত দরিদ্র মানুষের কাছে পৌঁছাতে হবে।

বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ আরুশি ভাটনগর এবং ওয়েন স্মিথ সম্প্রতি এক নিবন্ধে একথা বলেন। সূত্র : নিউজ ১৮। তারা লিখেছেন, এসব প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোর পথে বড় বাধাগুলোর মধ্যে থাকতে পারে সচেতনতার অভাব এবং টিকা দেয়ার মতো সুবিধা ও জ্ঞানের অভাব। তাই প্রথম ১০০ কোটির চেয়ে দ্বিতীয় ১০০ কোটি টিকা দেয়া বেশি চ্যালেঞ্জিং হতে পারে।

কিছু তথ্য উল্লেখ করে বলা হয়েছে, ভ্যাকসিন নিতে দ্বিধা এখন আর ক্যাম্পেইনের প্রধান বাধা নয়। টিকা গ্রহণে অনিচ্ছুক পরিবারের অনুপাত অনেক কমে এসেছে। গত জানুয়ারিতে এ অনুপাত ছিল ১৪ শতাংশ, আগস্টে এটা তিন শতাংশেরও নিচে নেমেছে। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের পরই ভ্যাকসিন নিতে অনিচ্ছুকদের সংখ্যা কমতে শুরু করে।

এ প্রসঙ্গে আরো বলা হয়, গত এপ্রিলে অন্তত একজন টিকা নিয়েছে এমন পরিবারের সংখ্যা ছিল ১৭ দশমিক পাঁচ শতাংশ। আগস্টে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ দশমিক চার শতাংশে। ব্লগে ভারতের শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের মধ্যে টিকা প্রদানের পার্থক্যও তুলে ধরা হয়েছে। শহরে ভ্যাকসিনেশনের হার ৬৬ শতাংশ হলেও গ্রামে তা ৫২ শতাংশ। আবার মোট মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের ৫৯ শতাংশ টিকা পেয়েছেন। কিন্তু নেট ব্যবহার করেন না এমন মানুষের মধ্যে মাত্র ৫১ শতাংশই পেয়েছেন টিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়