রওশন হক: আমি বিশ্বাস করতে চাই আপনি প্রধানমন্ত্রীকে ছাত্রদের হয়ে ভিসি'র পদত্যাগের কথা বলেছেন।আমি এও বিশ্বাস করি তিনি আপনাকে আর আগের মত গুনেন না। আমি এও বিশ্বাস করি ভিসিরা ও ডিসিদের মত ক্ষমতাধর।
তাঁরাও প্রধানমন্ত্রীকে গনায় ধরেন কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে। কারণ তাদের সাহায্যেই বর্তমান সরকার তার সকল অবৈধ কার্যক্রম পরিচালনা করে।
আপনার কথায় ছাত্ররা অনশন ভাঙল, এখন আটককৃতদের সকল আইনী জটিলতা থেকে বের করে আনবেন বলে বিশ্বাস করতে চাই।