শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২২, ০৬:২০ বিকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২২, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুদ্রাস্ফীতি নিয়ে প্রশ্ন করতেই ফক্সের সাংবাদিককে ‘সান অব বিচ’ বললেন বাইডেন (ভিডিও)

রাশিদুল ইসলাম : [২] ক্যামেরার সামনে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক সাংবাদিকের সঙ্গে তুমুল বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একপর্যায়ে ওই সাংবাদিককে অকথ্য ভাষায় গালিও দিয়েছেন তিনি। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এমন দৃশ্যের অবতারণা হয়। দ্য গার্ডিয়ান

[৩] ফক্স নিউজের সাংবাদিক পিটার ডুসি বাইডেনকে প্রশ্ন করে বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে আপনি কি মুদ্রাস্ফীতিকে রাজনৈতিক দায়বদ্ধতা বলে মনে করেন?’ জবাবে বাইডেন নিচের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলেন, ‘অধিক মুদ্রাস্ফীতি এ তো মহা সম্পদ।’ তারপর তিনি হঠাৎই মাথা ঘুরিয়ে ওই সাংবাদিককে মা-বাবা তুলে অকথ্য ভাষায় গালি দেন।

[৪] যুক্তরাষ্ট্রে সম্প্রতি মুদ্রাস্ফীতির হার ৭ শতাংশে পৌঁছালেও হোয়াইট হাউস বলছে এ সমস্যা সাময়িক। ক্ষমতাসীন ডেমোক্রেটদের শঙ্কা, এ মুদ্রাস্ফীতি দলের ওপর দীর্ঘ মেয়াদী রাজনৈতিক প্রভাব সৃষ্টি করবে। মুদ্রাস্ফীতি হ্রাসে আলোচনা করতে সোমবার হোয়াইট হাউসের ইস্ট রুম কমপিটিশন কাউন্সিলের বৈঠকের আয়োজন করা হয়।

[৫] বাইডেন যখন গালি দেন তখন তার সামনে থাকা মাইকটিও চালু ছিল। দেখে মনে হচ্ছিল, তিনি হয়তো বিড় বিড় করে নিজের সঙ্গেই কথা বলছেন, নয়তো মাইকটি যে চালু, তা তিনি বোঝেননি।

[৬] ফক্স নিউজের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ নিয়ে হাসিঠাট্টা করেন ডুসি। তিনি বলেন, ‘তার (বাইডেন) বক্তব্যের সত্যতা এখনো কেউ যাচাই করেনি, কেউ এখনো বলেনি এটি সত্য নয়।’

https://twitter.com/i/status/1485743322169847814

  • সর্বশেষ
  • জনপ্রিয়