শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২২, ০১:৫৫ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২২, ০১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামেক হাসপাতালে রেকর্ড সংখ্যাক করোনার সংক্রমণ শনাতক্তের হার ৭০ শতাংশ

মঈন উদ্দীন : [২] রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনাই ইউনিটে গত ২৪ ঘণ্টায় মোট ৩১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সংখ্যাটি গত কয়েক মাসের ভেতর সবচেয়ে উচ্চ সংখ্যার।

[৩] সোমবার (২৫ জানুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের দৈনিক করোনা প্রতিবেদন থেকে এ তথ্য মিলেছে। এদিকে, করোনা ভাইরাস সংক্রমণের হাওে রেকর্ড সৃষ্টি হয়েছে। সংক্রমণের হার বাড়তে বাড়তে ৭০ শতাংশে গিয়ে পৌছেছে। করোনার এমন ভায়ানক সংক্রমণেও মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা নেই বললেই চলে।

[৪] রামেক প্রতিবেদন সূত্রে জানা গেছে, রামেক হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ১৭৭ জনের নমুনা পরীক্ষায় ৯৯ জনের করোনা ধরা পড়ে। অপরদিকে মেডিকেল কলেজের ল্যাবে মোট ৪৬৪ জনের নমুনা পরীক্ষায় ২১৪ জনের করোনা ধরা পড়ে। মেডিকেল কলেজের ল্যাবে ৪৬৪ জনের মধ্যে রাজশাহীর ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২০৫ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। অন্যদিকে জয়পুরহাটের ৯৬ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা ধরা পড়ে। গত সোমবার রাজশাহীল দু’টি পিসিআর ল্যাবে ৫৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৩৮২টি নমুনাতেই করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে।

[৫] রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গতদিনের তুলনায় আজ সংক্রমণ হার কম। তবে শনাক্ত হয়েছে বেশি। মূলত যতবেশি টেস্ট হবে, ততবেশি শনাক্ত হবেন। অনেকেই আছেন করোনা উপসর্গ থাকার পরও টেস্ট করছেন না। এসব কারণে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়