শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২২, ১০:০১ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২২, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছেলের সঙ্গে একই দলে খেললেন মোহাম্মদ নবী, জাতীয় দলেও খেলতে চান

স্পোটস ডেস্ক : [২] ক্রিকেট ইতিহাসে কোনো জাতীয় দলের হয়ে একইসঙ্গে খেলতে দেখা যায়নি বাবা-ছেলেকে। তবে ঘরোয়া লিগে এই রেকর্ড আছে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম শ্রেণির ক্রিকেটে ছেলে ত্যাগনারায়ণের সঙ্গে ম্যাচ খেলেছিলেন ক্যারিবীয় কিংবদন্তি শিবনারায়ণ চন্দরপল। এরপর অবসর নিয়ে নেওয়ায় জাতীয় দলে খেলার স্বপ্নটা অধরাই রয়ে যায়।

[৩] এবার নিজের ছেলেকে নিয়ে সেই স্বপ্ন পূরণ করতে চান আফগানিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ নবী। এরই মধ্যে ছেলে হাসান খানের সঙ্গে ঘরোয়া লিগে খেলা শুরু করেছেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে চলমান সিবিএফএস টি-টোয়েন্টি টুর্নামেন্টে বুখাতির হয়ে খেলছেন এই বাবা-ছেলে জুটি। মোহাম্মদ নবীর স্বপ্ন আফগানিস্তানের জার্সিতেও একসঙ্গে খেলা। - ইত্তেফাক

[৪] ৩৮ বছর বয়সী মোহাম্মদ নবী এখনো নিয়মিত খেলে যাচ্ছেন। আফগানিস্তান জাতীয় দলের পাশাপাশি বিশ্বের প্রায় সব ফ্রাঞ্জাইজি লিগে নিয়মিত দাপিয়ে বেড়ান। এখনই অবসর নিয়ে ভাবছেন না। খেলতে চান আরও কয়েকবছর। অন্যদিকে, হাসান খানের বয়স মাত্র ১৬। তাই তো ছেলেকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন বাবা।
মোহাম্মদ নবী বলেন, ‘হাসান আরও উন্নতি করবে। আশা করি আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলে খেলবে সে। আশা করি জাতীয় দলেও খেলবে। কোনো প্রতিষ্ঠিত টুর্নামেন্টে এই প্রথম আমরা একসঙ্গে খেললাম, ভালো লাগছে। ও চাপে পড়েছে। তবে ওর প্রতিভা আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়