রাশিদুল ইসলাম : [২] জাতিসংঘ ও মার্কিন ওষুধ কোম্পানি মার্ক’এর মধ্যে চুক্তির ফলে এর আওতায় বিশ্বের ২৭টি ওষুধ কোম্পানি করোনা পিল সরবরাহ শুরু করবে আগামী মাস থেকে। আরটি
[৩] এসব কোম্পানির পাঁচটি মলনুপিরাভিরের কাঁচামাল উৎপাদনের বিষয়টি দেখভাল করবে। ১৩টি কোম্পানি পিল উৎপাদন করবে। বাকি ৯টির কাজ হবে ওষুধটি যথাযথভাবে উৎপাদন করা।
[৪] বাংলাদেশ, চীন, মিসর, জর্ডান, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামের ওষুধ কোম্পানিগুলো এ পিল উৎপাদন করবে।
[৫] করোনায় আক্রান্ত রোগীকে পাঁচ দিনে এক কোর্স অর্থাৎ ৪০টি মলনুপিরাভি খেতে হবে। মার্ক রয়্যালটি নেবে না বলে দরিদ্র দেশগুলোর বাসিন্দারা কমবেশি ২০ মার্কিন ডলার খরচ করলেই এক কোর্স পিল পাবেন।
[৬] মলনুপিরাভি ঝুঁকিতে থাকা করোনা রোগীর মৃত্যুঝুঁকি ৩০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয়।