শিরোনাম
◈ ব্যাংককে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২২, ১০:৩১ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২২, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রতন টাটার ভাই থাকেন ছোট্ট একটি ফ্ল্যাটে, নেই কোনো মোবাইলও

হ্যাপি আক্তার: [২] টাটা গ্রুপ বলতেই বর্তমানে যে ব্যক্তির কথা মাথায় আসে তিনি হলেন রতন টাটা। রতনকে চেনেন না এমন ভারতীয় খুঁজে পাওয়া সত্যিই মুশকিল। বিশ্বের অন্যতম শিল্পপতিদের মধ্যে তিনি একজন। বিভিন্ন কর্মকােণ্ডের মাধ্যমে রতন টাটা প্রায়ই থাকেন খবরের শিরোনামে। বাংলা হান্ট

[৩] সম্প্রতি রতন টাটার জন্মদিন উপলক্ষ্যে তাঁর ২৮ বছর বয়সী সঙ্গী শান্তনু নাইডুর সঙ্গে কেক কাটার একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে সকলেই তাঁকে শুভকামনা জানান এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন। তবে, রতন টাটাকে সকলে চিনলেও তাঁর ছোট ভাই জিমি টাটাকে কি আপনি চেনেন?

[৪] টাটা কোম্পানির অন্যতম শেয়ারহোল্ডার জিমি সবসময়ই থাকেন প্রচারের আড়ালে। দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যুক্ত থাকার পরও তাঁর সাধারণ জীবনযাপন চমকে দিয়েছে সকলকেই।

[৫] জিমি টাটা মুম্বাইয়ের কোলাবায় দুই রুমের একটি ছোট্ট ফ্ল্যাটে থাকেন। তিনি নিজেকে সংবাদমাধ্যম থেকে অনেক দূরে সরিয়ে রেখেছেন। বুধবার শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা টুইট করে রতন টাটার ভাই জিমি সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আনেন।

[৬] টুইটে হর্ষ জানান, “আপনি কি রতন টাটার ছোট ভাই জিমি টাটা সম্পর্কে জানেন? যিনি মুম্বাইয়ের কোলাবায় একটি দুটি বেডরুমের ফ্ল্যাটে বর্তমান জীবন কাটাচ্ছেন। তিনি ব্যবসায় আগ্রহী নন। তিনি একজন ভালো স্কোয়াশ খেলোয়াড় এবং প্রতিবারই আমাকে পরাজিত করেন।”

[৭] প্রসঙ্গত উল্লেখ্য, জিমি টাটা হলেন রতন টাটার ছোট ভাই আর নোয়েল টাটা তাঁর সৎ ভাই। নব্বইয়ের দশকে অবসর নেওয়ার আগে, জিমি টাটা, টাটা গ্রুপের বেশ কয়েকটি কোম্পানিতে কাজ করেছিলেন। পাশাপাশি, তাঁকে টাটা কোম্পানির শেয়ারহোল্ডার এবং স্যার রতন টাটা ট্রাস্টের একজন ট্রাস্টি হিসেবে বিবেচনা করা হয়। তথ্য অনুযায়ী, জিমি নিজের কাছে মোবাইলও রাখেন না। তিনি সংবাদপত্রের মাধ্যমে দেশ ও বিশ্বের খবরের প্রতি চোখ রাখেন। রতনের মত জিমিও বিবাহ করেননি।

[৮] এদিকে, টাটা গ্রূপের অন্যতম দাবিদার হওয়া সত্বেও জিমির এমন অনাড়ম্বর জীবন দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। পাশাপাশি, হর্ষ গোয়েঙ্কাকে টুইটের মাধ্যমে জিমি টাটার ব্যাপারে জানানোর জন্য ধন্যবাদও জানান তাঁরা।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়