মাকসুদ রহমান: [২] টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪১তম ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৬৯ রান করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
[৩] ব্যাটিংয়ে নেমে শুরুটা প্রত্যাশার তুলনায় মোটেও ভাল করতে পারেনি স্বাগতিক টপ অর্ডাররা। মাত্র ১২ রান করতেই তিন উইকেট হারায় তারা। চতুর্থ উইকেটে ৯৫ রানের জুটি গড়েন ক্লার্ক ও অউগাস্টে।
[৪] ক্লার্ক ব্যক্তিগত ৩৭ রানে আউট হলেও অর্ধশতক তুলে নেন অউগাস্টে। শেষের দিকে ম্যাকক্যনির ২৯ ছাড়া আর কোন ব্যাটার ভাল করতে না পারলে ৫৯ বল বাকি থাকতেই গুটিয়ে যায় ক্যারবিয়রা। তিনটি করে উইকেট নিয়েছেন হোয়াইটনি, রাধাকৃষ্ণান ও কুপার ।