শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২২, ১১:০৪ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২২, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুরি করতে গিয়ে খিচুড়ি রান্না

ডেস্ক রিপোর্ট: ভারতের আসামে একটি বাড়িতে চুরি করতে গিয়ে খিচুড়ি রান্না করা শুরু করেছিল এক চোর। কিন্তু খাওয়া শুরুর আগেই পুলিশের হাতে ধরা পড়ে সেই চোর।

গ্রেপ্তারের পর আসাম পুলিশের এক টুইটার পোস্টে এ ঘটনাকে "একটি খাদ্যপ্রেমী চোরের অদ্ভুত ঘটনা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।”

টুইটারে লেখা হয়, “খিচুড়ি খাওয়ার অনেক উপকারিতা থাকলেও চুরি করতে গিয়ে খিচুড়ি রান্না করা আপনার জন্য মঙ্গলজনক নাও হতে পারে।”

গুয়াহাটি পুলিশ চোরকে গ্রেপ্তারের খবর জানিয়ে আরও লিখেছে, পুলিশ এবার তাকে কিছু গরম খাবার পরিবেশন করছে।

ভারতীয় গণমাধ্যম ‘দ্য হিন্দু’ গুয়াহাটির হেঙ্গেরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে। এ সময় বাড়ির মালিক বাড়িতে ছিলেন না।

চোরটি বাড়িতে ঢুকে চুরি করার মাঝপথে হঠাৎই রান্নঘরে গিয়ে খিচুড়ি রাঁধতে শুরু করলে রান্নার শব্দে প্রতিবেশীরা চোরের উপস্থিতি টের পেয়ে যায়।

যেহেতু প্রতিবেশীরা জানত যে বাড়ির মালিক ছিলেন না, তাই তারাই তখন ঐ চোরকে পাকড়াও করে। অতঃপর তারা তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।

চোরের এমন আজব কাণ্ডকারখানা, সঙ্গে আসাম পুলিশের টুইটারের কৌতুককর পোস্টটিও নেটিজেনদের অনেককেই অবাক করেছে। অনেকেই হাস্যরসাত্মক মন্তব্য, পাল্টা মন্তব্য করেছেন।

এনডিটিভি জানায়, ২০১৭ সালে এরকম একটি ঘটনা যুক্তরাষ্ট্রে ঘটেছিল। এক চোর একটি রেস্টুরেন্টে ঢুকে টাকাপয়সার খোঁজ করা বাদ দিয়ে নিজের জন্য রান্না করা শুরু করেন। পালিয়ে যাওয়ার আগে পাঁচটি স্টেক স্যান্ডউইচ, ফ্রাই এবং সোডা খেয়েছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়