শিরোনাম
◈ দেশে এলো তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি! ◈ এবার নিজের নামে ভুয়া মাহফিলের প্রচারণায় ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারী ◈ গুম মামলার শুনানিতে তাজুল–পান্না বাগবিতণ্ডা, ট্রাইব্যুনালের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ ◈ ইন্ডিগোর কর্মী সংকটে তিন দিনে ৩০০টির বেশি ফ্লাইট বাতিল, দুর্ভোগে হাজারো যাত্রী ◈ প্রতিযোগীদের আগ্রাসী বাজার দখল, বাংলাদেশের রফতানিতে চাপ বাড়ছে ◈ সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির সাফ বার্তা: সময়মতো নির্বাচন চাই ◈ ভোক্তা অধিদপ্তরে কী কী ক্ষেত্রে অভিযোগ করতে পারবেন, কীভাবে করবেন ◈ বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস ◈ হঠাৎ গাড়ি থামিয়ে ‘গুলি কর’ বলতে থাকে তিন ব্যক্তি: রাজস্ব কর্মকর্তার ভাষ্য ◈ ডিএমপি’র ৫০ থানার ওসি পদে রদবদল

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২২, ০৪:৫১ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২২, ০১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সামুদ্রিক ড্রাগনের’ অনন্য জীবাশ্ম !

অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যের মিডল্যান্ডে পাওয়া গেছে খুবই গুরুত্বপূর্ণ একটি জীবাশ্ম। এটি ইকথিওসর নামের এক প্রাগৈতিহাসিক প্রাণীর। বিশেষজ্ঞরা বলছেন, বিশাল আকার ও সম্পূর্ণতার বিচারে এটি ব্রিটিশ জীবাশ্মবিদ্যার ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ আবিষ্কারগুলোর একটি। ইংল্যান্ডের রাটল্যান্ডের একটি প্রাকৃতিক জলাধারে এটি আবিষ্কৃত হয়েছে।

আজ থেকে ২৫ কোটি বছর আগে এবং আজ থেকে ৯ কোটি বছর আগে—এই দুইয়ের মধ্যবর্তী সময়ে ইকথিওসর পৃথিবীতে ছিল। এর বিভিন্ন প্রজাতি এক থেকে ২৫ মিটার পর্যন্ত দীর্ঘ হতো। এগুলো দেখতে ছিল ডলফিনের মতো।

প্রাপ্ত জীবাশ্মটি লম্বায় ১০ মিটার এবং বয়স প্রায় ১৮ কোটি বছর।

ইকথিওসরের ফসিলের মাথার অংশটিসহ এক টন ওজনের মাটির চাপড়া অতি যত্নে তুলে আনেন গবেষকরা। গত বছরের ফেব্রুয়ারিতে এটি আবিষ্কৃত হয়। এই প্রজাতির প্রাণীকে ‘সামুদ্রিক ড্রাগন’ বলা হয়। এর কারণ হলো ইকথিওসরের দাঁত ও চোখ ছিল বেশ বড়।

এই আবিষ্কার সম্পর্কে ডিন লোম্যাক্স নামের একজন জীবাশ্মবিদ বলেন, যুক্তরাজ্যে অনেক ইকথিওসরের জীবাশ্ম পাওয়া গেলেও রাটল্যান্ডেরটি এ দেশে আবিষ্কৃত অন্যগুলোর চেয়ে বড়। এটি একটি অভূতপূর্ব ধরনের আবিষ্কার। আর অন্য জীবাশ্মগুলো সাগরতীরে পাওয়া গেলেও এটি পাওয়া গেছে উপকূল থেকে ৩০ মাইল স্থলের ভেতরে। সাগরপৃষ্ঠের তখনকার উচ্চতা সম্পর্কেও ধারণা মেলে এ থেকে।

সূত্র : দ্য গার্ডিয়ান

  • সর্বশেষ
  • জনপ্রিয়