লিহান লিমা: [২]সোমবার সেনাবাহিনীর বিশেষ আদালত মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে (৭৬) আমদানি-রপ্তানি আইন ভঙ্গ এবং অবৈধ ওয়াকি-টকি রাখার অভিযোগে দুই বছর এবং করোনা ভাইরাস জনিত বিধি-নিষেধ লঙ্ঘনের অভিযোগে দুই বছর কারদণ্ড দেয়। আল জাজিরা
[৩]গত ফেব্রুয়ারির সেনা অভ্যূত্থানের পরই গৃহবন্দী হন সু চি। এ পর্যন্ত তিনটি ফৌজদারী মামলায় অভিযুক্ত হয়েছেন। তার বিরুদ্ধে মিয়ানমার জান্তা সরকার কয়েক ডজন মামলা দায়ের করেছে যেগুলোতে দোষী সাব্যস্ত হলে সু চী ১০০ বছর পর্যন্ত কারাদণ্ডের সম্মুখীন হতে হতে পারেন। তার সমর্থকরা বলছেন এসব অভিযোগ ভিত্তিহীন এবং সু চির রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেয়ার জন্যই এই পাঁয়তারা করছে জান্তা সরকার। দ্য গার্ডিয়ান
[৪]গত মাসে দাঙ্গা উস্কে দেয়া এবং করোনা ভাইরাস জনিত নীতি লঙ্ঘনের অভিযোগে তাকে ৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিলো। পরে জান্তা সরকারের প্রধান জেনারেল অং হ্লিয়াং তার সাজা কমিয়ে দুই বছরে করেন এবং বলেন এই সময়ে তিনি রাজধানী নেপিদোতে গৃহবন্দী থাকবেন।