[১] টেকনাফে অপহরণকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার
ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকা থেকে একাধিক মামলার পলাতক আসামি ও অপহরণকারী চক্রের সদস্য সহোদরকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)সদস্যরা।
[৩] মঙ্গলবার দুপুরে হ্নীলা ইউপি দমদমিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা একই এলাকার বাসিন্দা নুর আলমের দুই ছেলে আব্দুল্লাহ(৩০),আইয়াস রুবেল(২২)।
এপিবিএন পুলিশের দাবী:গ্রেপ্তারকৃতরা স্থানীয় সন্ত্রাসী ও অপহরণকারী গ্রুপের সক্রিয় সদস্য।
[৪] মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া ক্যাম্পের এপিবিএন পুলিশের একটিদল দমদমিয়া নুর আলমের বসত ঘরে অভিযান চালায়।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় একাধিক মামলা পলাতক আসামি ও অপহরণকারী চক্রের সক্রিয় স্থানীয় সদস্য সহোদরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
[৫] তিনি আরো বলেন,জিজ্ঞেসাবাদে ধৃতরা জানায় তারা স্থানীয় এবং রোহিঙ্গাদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের জন্য সশস্ত্র পাহাড়ি রোহিঙ্গা ডাকাতদের হাতে তুলে দেয়।তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।গ্রেপ্তারকৃত সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।