শিরোনাম
◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ ◈ টানা দুই হা‌রের পর জ‌য়ে ফির‌লো মেসির ইন্টার মায়ামি ◈ করমর্দন বিতর্কে সুনীল গাভাস্কার - ক্রীড়া এবং রাজনীতি কখনোই আলাদা ছিল না  ◈ সীমানা পুনর্নিধারণ নিয়ে চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ আইসিসির শাস্তির ভ‌য়ে এশিয়া কাপ বয়কট কর‌ছে না পাকিস্তান ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২১, ০৭:৪১ বিকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২১, ০৭:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবলিক বিশ্ববিদ্যালয়ে এত কড়া নিরাপত্তার প্রয়োজন নেই: পরিকল্পনামন্ত্রী

মনিরুল ইসলাম : [২] একটি সম্মেলনে যোগ দিতে গতকাল রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এসেছিলেন পরিকল্পনামন্ত্রী আবদুল মান্নান। এ সময় নিরাপত্তা প্রহরীরা ক্যাম্পাসের দুটি ফটকে আটকে দেন মন্ত্রীকে।

[৩] বিশ্ববিদ্যালয়ে প্রবেশের এমন কড়াকড়ি নিয়ে মন্ত্রী সমালোচনা করেন। পরে অবশ্য এ নিয়ে ব্যাখ্যা দেয় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগ।

[৪] আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) জেফরুল হাসান চৌধুরী বলেন, পরিকল্পনামন্ত্রী পুলিশ-প্রটোকল নিয়ে চলাফেরা করেন না। তাই তাঁদের কাছে তথ্য ছিল না যে মন্ত্রী কখন, কোথায় আছেন। তাঁরা মন্ত্রীর জন্য প্রধান ফটকে অপেক্ষা করছিলেন।

[৫] বিশ্ববিদ্যালয়ের ফটকে মন্ত্রীকে আটকে দেওয়ার বিষয়ে জেফরুল হাসান বলেন, ফটকের নিরাপত্তা প্রহরীরা মন্ত্রীকে সাধারণ জিজ্ঞাসাই করেছেন, যেভাবে অন্য সবার ক্ষেত্রে করেন।

[৬] জানা যায়, প্রহরীদের বাধার মুখে পড়ার পর নিজের পরিচয় দিয়ে ক্যাম্পাসে ঢোকেন পরিকল্পনামন্ত্রী। পরে তিনি গাড়িবহর নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে যান।

[৭] সম্মেলন স্থলে গিয়ে পরিকল্পনামন্ত্রী বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে অতিরিক্ত কড়াকড়ির সমালোচনা করেন। সম্মেলনের আয়োজকদের উদ্দেশে মন্ত্রী বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে এত কড়া নিরাপত্তার প্রয়োজন নেই। বিশ্ববিদ্যালয় তো ক্যান্টনমেন্ট নয়।

[৮] উল্লেখ্য, গতকাল রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড হিজ লিগ্যাসি’ শীর্ষক একটি সম্মেলন শুরু হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়