শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২১, ০৭:৪১ বিকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২১, ০৭:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবলিক বিশ্ববিদ্যালয়ে এত কড়া নিরাপত্তার প্রয়োজন নেই: পরিকল্পনামন্ত্রী

মনিরুল ইসলাম : [২] একটি সম্মেলনে যোগ দিতে গতকাল রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এসেছিলেন পরিকল্পনামন্ত্রী আবদুল মান্নান। এ সময় নিরাপত্তা প্রহরীরা ক্যাম্পাসের দুটি ফটকে আটকে দেন মন্ত্রীকে।

[৩] বিশ্ববিদ্যালয়ে প্রবেশের এমন কড়াকড়ি নিয়ে মন্ত্রী সমালোচনা করেন। পরে অবশ্য এ নিয়ে ব্যাখ্যা দেয় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগ।

[৪] আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) জেফরুল হাসান চৌধুরী বলেন, পরিকল্পনামন্ত্রী পুলিশ-প্রটোকল নিয়ে চলাফেরা করেন না। তাই তাঁদের কাছে তথ্য ছিল না যে মন্ত্রী কখন, কোথায় আছেন। তাঁরা মন্ত্রীর জন্য প্রধান ফটকে অপেক্ষা করছিলেন।

[৫] বিশ্ববিদ্যালয়ের ফটকে মন্ত্রীকে আটকে দেওয়ার বিষয়ে জেফরুল হাসান বলেন, ফটকের নিরাপত্তা প্রহরীরা মন্ত্রীকে সাধারণ জিজ্ঞাসাই করেছেন, যেভাবে অন্য সবার ক্ষেত্রে করেন।

[৬] জানা যায়, প্রহরীদের বাধার মুখে পড়ার পর নিজের পরিচয় দিয়ে ক্যাম্পাসে ঢোকেন পরিকল্পনামন্ত্রী। পরে তিনি গাড়িবহর নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে যান।

[৭] সম্মেলন স্থলে গিয়ে পরিকল্পনামন্ত্রী বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে অতিরিক্ত কড়াকড়ির সমালোচনা করেন। সম্মেলনের আয়োজকদের উদ্দেশে মন্ত্রী বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে এত কড়া নিরাপত্তার প্রয়োজন নেই। বিশ্ববিদ্যালয় তো ক্যান্টনমেন্ট নয়।

[৮] উল্লেখ্য, গতকাল রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড হিজ লিগ্যাসি’ শীর্ষক একটি সম্মেলন শুরু হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়