শিরোনাম
◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২১, ০৬:৪৭ বিকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২১, ০৬:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বেগম রোকেয়া দিবস ৫ জয়িতাকে সন্মাননা প্রদান

সনতচক্রবর্ত্তী : ‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারন করে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয় দিবসে ‘জয়ীতা অন্বেষনে বাংলাদেশ’ উপলক্ষে ফরিদপুরে ৫ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে ৫ জন জনকে এই সম্মাননা প্রদান করা হয়।

ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক প্রশাসক অতুল সরকার।

সন্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) জামাল পাশা, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মন্ডল, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি মাসুদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান, সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নূরুল হুদা, রাসিন সংস্থার নির্বাহী পরিচালক ও নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, ব্লাষ্টের সমন্বয়কারী এ্যাড. শিপ্রা গোস্বামী প্রমূখ।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, অভিভাবকগণ ও বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জেলার ২০২১ সালের আওতায় অসামান্য অবদানে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় জেলার শ্রেষ্ঠ ৫ জন জয়িতাকে সন্মাননা প্রদান পেলেন। অর্থনৈতকভাবে সাফল্য অর্জনকারী নারী সদর উপজেলার গোবিন্দ পুর গ্রামের শাহীদা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফল নারী ফরিদপুর পৌরসভার হাউজিং এস্টেটের রোকেয়া বেগম, সফল জননী হাবেলী গোপালপুর গ্রামের মোসাঃ আনোয়ারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু নারী মধুখালী উপজেলার সীতারাম পুর গ্রামের ফিরোজা বেগম ও সমাজ উন্নয়নে ফরিদপুর পৌরসভার পশ্চিম গোয়ালচামট গ্রামের আলেয়া বেগম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়