মো. ইউসুফ মিয়া : [২] রাজবাড়ী মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে, রাজবাড়ীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ বেগম রোকেয়া দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ জয়িতাদের সম্ববর্ধনা প্রদান করা হয়েছে।
[৩] বৃহস্পতিবার ১১টায় জেলা প্রশাসক সন্মেলন কক্ষে আলোচনা সভায় উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, চেয়ারম্যান সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, সদর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহাদত হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আজমীর হোসেন। রাজবাড়ীতে শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ ৯জন নারীকে জয়িতাদের সম্বর্ধনা প্রদান করা হয়েছে।