শিমুল মাহমুদ, জেরিন আহমেদ : [২] বুধবার রায় ঘোষণা পর আদালত প্রাঙ্গণে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ বলেন, এ রায়ে আমরা আপাতত সন্তুষ্ট। হাইকোর্টে যেদিন এ রায় বহাল থাকবে এবং সকল আসামিদের ফাঁসি কার্যকর হবে, সেদিন আমি সন্তুষ্ট প্রকাশ করবো।
[৩] তিনি বলেন, যেভাবে আমার ছেলে ৬ ঘণ্টা পিটিয়ে হত্যা করা হয়েছে। সে পানি খেতে চেয়েছিলো তাকে পানি পর্যন্ত দেওয়া হয়নি। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যেনো এ ধরনের ঘটনা না ঘটে। প্রতিটা প্রতিষ্ঠানের কতৃপক্ষের কাছে আমার প্রত্যাশা যারাই দায়িত্বে থাকেন তারা যেনো সচেতন থাকেন। ভবিষ্যতে যেনো আর কারো বাবা-মায়ের সন্তান এ ধরনের হত্যাকাণ্ডের স্বীকার না হয়। কারো মায়ের বুক যেনো খালি না হয়।
[৪] এরআগে আদালতে সাক্ষ্যদানকালে আবরারের বাবা বলেছিলেন, আসামিরা পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে ডেকে নিয়ে ক্রিকেট স্টাম্প, লাঠিসোঁটা ও রশি দিয়ে প্রচণ্ড মারধর করেন। এ কারণে তাঁর ছেলে মারা যান। পরে আসামিরা মরদেহ হলের দ্বিতীয় তলার সিঁড়িতে ফেলে রাখেন।
[৫] ২ বছর আগে ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন।