রাশিদুল ইসলাম : [২] যুক্তরাষ্ট্র সর্বদা মানবাধিকার রক্ষার কথা বলে বিশে^র সর্বত্র মার্কিন রাজনীতি প্রতিষ্ঠা করতে চাইলেও চীনা গবেষকরা বলছেন মার্কিন গণতন্ত্র দেশটির নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। সিজিটিএন
[৩] চীনের রেনমিন বিশ^বিদ্যালয়ের চংইয়াং ইনস্টিটিউট ফর ফিনান্সিয়াল স্টাডিজের ‘মার্কিন গণতন্ত্র নিয়ে ১০ প্রশ্ন’ শীর্ষক এক গবেষণাপত্রে বিষয়টি নিয়ে ১০টি সন্দেহের কথা উল্লেখ করা হয়েছে।
[৪] গবেষকরা বলছেন, অস্ত্রের বিস্তার মার্কিন গণতন্ত্রে সবসময়ই একটি অসহনীয় যন্ত্রণা কারণ অন্যান্য উচ্চ-আয়ের দেশের মানুষের তুলনায় অস্ত্রের ব্যবহারে মার্কিনীদের মৃত্যু ঘটে ২৫ গুণ বেশি।
[৫] যুক্তরাষ্ট্রে অস্ত্রের সংখ্যা ৩৯৩ মিলিয়ন হলেও দেশটিতে সবচেয়ে দুর্বল হচ্ছে অস্ত্র ব্যবহারের আইন।
[৬] কোভিডে ৫ কোটি মার্কিনী আক্রান্ত হওয়ার পর অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের কারণে মহামারী যথাযথ মোকাবেলা না করতে পারায় ৮ লাখ মানুষ মারা গেছে। বর্ণবৈষম্যে ব্যক্তিগত ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা বেশ ভঙ্গুর।
[৭] জাতিগত বৈষম্যে শ্বেতাঙ্গের চেয়ে আড়াইগুণ বেশি কৃষ্ণাঙ্গ মারা যায়।
[৮] জরুরি অবস্থায় মার্কিন গণতন্ত্র আরো নড়বড়ে অবস্থায় পড়ে। গণতন্ত্রের এমন ঘাটতি এক ট্রাজেডি।