মাকসুদ রহমান: [২] ঢাকা টেস্টের চতুর্থ দিনটি শুরু হয় টাইগার বোলারদের দাপটে। দিনের শুরুতে আজহার আলি ও বাবর আজমের উইকেট নিয়ে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন ইবাদত হোসেন খালেদ আহমেদ।
[৩] ২ উইকেটে ১৮৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে পাকিস্তান। স্কোর বোর্ডে ৯ রান যোগ করতেই অর্ধশতক হাকানো দুই ব্যাটারের উইকেট হারায় পাকিস্তান। পরে তাইজুলের বলে রেজওয়ান লেগ বিফোরের ফাঁদে পরলেও রিভিউর কল্যাণে জীবন ফিরে পায় পাকিস্তানি এই হার্ড হিটার। ফাওয়াদ আলম ১৯ ও মোহাম্মদ রিজওয়ান ২৬ রানে অপরাজিত আছে। বাংলাদেশের তাইজুল ২টি এবং ইবাদত ও খালেদ নিয়েছেন ১টি করে উইকেট।
[৪] দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে পাকিস্তান।