সৈয়দ ফয়জুল আহসান শামীম: ১৯৭১ সালের ৬ ডিসেম্বর সীমাহীন যাতনা আর রক্তের নদী পেরিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পেয়েছিল রাষ্ট্রীয় মর্যাদা। কাঙ্ক্ষিত স্বাধীনতা সংগ্রামে বন্ধু ভারত স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। বিপ্লবী বাংলার সাড়ে সাত কোটি মুক্তিপাগল মানুষের জন্য ৬ ডিসেম্বর পরম গৌরবের দিন। যেন হাজার বছরের সুপ্ত বাসনার এই সংগ্রামে সার্থক রূপকার বাংলার বিপ্লবী জনগণ। ঠিক এই দিনে ভারতের লোকসভায় শ্রীমতি ইন্দিরার কণ্ঠে বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম ঐতিহাসিক ঘোষণা উচ্চারিত হয়।
তিনি বলেন, ‘দারুণ প্রতিকূলতার মুখেও বাংলাদেশের জনগণ দুর্বার সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতার ইতিহাসে বীরত্বের অধ্যায়ের সূচনা করেছে।’ অধিকৃত বাংলায় সেদিন বহু প্রত্যাশিত এই ঘোষণাটি কোটি কোটি মানুষের মনে এক আনন্দ অনুভব সৃষ্টি করে। অশ্রু বেদনা আনন্দের মধ্যে নতুন উপলব্ধি তৈরি হয়—স্বাধীনতা আমাদের দ্বারপ্রান্তে, মুক্তি আসছে। আমরা শান্তির প্রত্যাশী শান্তির সপক্ষে, তাই আমাদের সংগ্রাম। বাংলার মানুষ সেদিন শান্তির জন্য যুদ্ধ চেয়েছিল।
১৯৭১ সালের এই দিন যশোহর ও ফেনী হানাদার মুক্ত হয়।