সুজন কৈরী: [২] চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১৫ হাজার ৮৫০ পিস ইয়াবা ও ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটক করা হয়েছে সাত জনকে।
[৩] রোববার দিনভর ইউনুস মার্কেট ওভার পাস, জাকির হোসেন রোড, বাকালিয়া থানাধীন শাহ আমানত সেতু সংযোগ সড়ক, যমুনা স্কয়ার, ভেলুয়ার দীঘির পূর্বপাড় ও কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু এলাকায় পৃথক ৬টি অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে ডিএনসির চট্টগ্রাম মেট্রোঃ (উত্তর) কার্যালয়।
[৪] কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল বলেন, কর্ণফুলীর ইউনুস মার্কেট ওভার পাসের নীচে যাত্রী ছাউনীর উত্তর পার্শ্বে অভিযান চালিয়ে আব্দুল মালেক (৪২) ও নুরুল ইসলাম (৩৭) নামের দুজনকে আটক করে ডবলমুরিং সার্কেল। আটকদের কাছ থেকে ৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
[৫] এদিকে খুলশী থানাধীন জাকির হোসেন রোড এমইএস কলেজ গেটের সামনে সেন্ট মার্টিন ট্রাভেলস নামক একটি বাসে অভিযান চালিয়ে ১ হাজার ৮০০পিস ইয়াবাসহ মুনছুর আলম (২০) নামের্্জেনকে আটক করে পাঁচলাইশ সার্কেল। একই সার্কেল চান্দগাঁও থানাধীন ১ কিমি. যমুনা স্কয়ারের সামনে শাহ আমানত সেতু সংযোগ সড়ক রাস্তায় মারছা পরিবহন নামক বাসে অভিযান চালিয়ে হামিদ (২৫) নামের একজনকে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক করে।
[৬] এছাড়া বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু সংযোগ সড়কে সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে ৫৫০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (২৫) নামের একজন যাত্রীকে আটক করেছে পাহাড়তলী সার্কেল। একই সার্কেল কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু সংলগ্ন টোল প্লাজার উত্তর পার্শ্বে নাবিলা এক্সপ্রেস নামক যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ফাতেমা বেগম (২২) নামের একজন নারীকে আটক করেছে।
[৭] অপরদিকে ভেলুয়ার দীঘির পূর্বপাড়ের পানির টাংকির নীচের নীচে একটি বাসা থেকে ৬ কেজি গাঁজাসহ খলিল (৩০) নামের একজনকে আটক করেছে চান্দগাঁও সার্কেল। সোমেন মন্ডল বলেন, এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।