শিরোনাম
◈ এবার আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ করবে পাকিস্তান, তেল অনুসন্ধান জোরদার ◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ‘মানুষের ঈদের দিন’: আপিল বিভাগের রায়ে জয়নুল আবেদীনের প্রতিক্রিয়া ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে যা বললেন আমীর খসরু ◈ পা‌কিস্তান ক্রিকেট বোর্ড থে‌কে স‌রে দাঁড়া‌লে আজহার আলি ◈ ‘শিবির’ মন্তব্য ভাইরাল: ধানমন্ডি ৩২-এর ঘটনার ব্যাখ্যায় সমালোচনার মুখে এডিসি মাসুদ আলম ◈ ‘অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ক্ষতি সবার’, ককটেল হামলার পর কঠোর বার্তা ডিএমপি কমিশনারের ◈ কুমিল্লায় টাউন হল মাঠে বিএনপির দুই পক্ষের সমাবেশ ডাকায় উত্তেজনা, প্রশাসনের নির্দেশ—না সরালে ১৪৪ ধারা ◈ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্বে সৎ ও নিরপেক্ষ ওসি খুঁজছে পুলিশ সদর দপ্তর ◈ ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী পোল্যান্ডের একটি রাষ্ট্রায়ত্ত বিস্ফোরক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে ◈ যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার শুরু

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২১, ১১:২৩ দুপুর
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২১, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে ৮০০ রানের রেকর্ড

স্পোর্টস ডেস্ক: [২] প্রথম ইনিংসেই চারজন করলেন সেঞ্চুরি, তার মধ্যে একজনের ব্যাট থেকে এলো ডাবল। ব্যাটসম্যানদের রানের জোয়ার বইয়ে দেওয়ার ম্যাচে আফগানিস্তানের ক্রিকেটে হলো ইতিহাস। প্রথমবারের মতো দেশটির প্রথম শ্রেণির ক্রিকেট দেখল দলীয় ৮০০ রান।

[৩] আফগানিস্তানের ঘরোয়া প্রতিযোগিতা আহমাদ শাহ আবদালি চার দিনের টুর্নামেন্টে রেকর্ডটি গড়েছে বুস্ট রিজিওন। স্পিন ঘার রিজিওনের বিপক্ষে ৯ উইকেটে ৮৬৪ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে দলটি।

[৪] দেশটির প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগের দলীয় সর্বোচ্চ সংগ্রহের রেকর্ডটি ছিল বান্দ-ই-আমির রিজিওনের। ২০১৭-১৮ মৌসুমে ৯ উইকেটে ৭৪৭ রান করে ইনিংস ঘোষণা করেছিল দলটি। ওই ম্যাচেও প্রতিপক্ষ ছিল স্পিন ঘার।
সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড ভিক্টোরিয়ার। অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডের ১৯২৬-২৭ মৌসুমে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ১১০৭ রান করেছিল দলটি।

[৫] তবে সাম্প্রতিক ক্রিকেটে এত বড় সংগ্রহ আর দেখা যায়নি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৫০ বা এর বেশি রান সবশেষ এসেছিল ২০০৭ সালে। ইংলিশ কাউন্টিতে মিডলসেক্সের বিপক্ষে ৭ উইকেটে ঠিক ৮৫০ রান করে ইনিংস ঘোষণা করেছিল সমারসেট।

[৬] ১৪ বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটকে রানের পাহাড় উপহার দিল আফগানিস্তানের ঘরোয়া দল বুস্ট রিজিওন। টস জিতে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শনিবার ইনিংস ঘোষণা করল তারা।

[৭] দলটির হয়ে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক মুনির আহমাদ। ২৬ চারে ২১১ রানের ইনিংস খেলেছেন তিনি। সেঞ্চুরি এসেছে ওয়াকারুল্লাহ ইশাক, আসিফ মুসাজাই, দারউইশ রাসুলির ব্যাট থেকে। তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে ৪২ ওভার খেলে ২ উইকেটে ১৮৪ রান করেছে স্পিন ঘার রিজিওন। - ক্রিকইনফো/ বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়