মাকসুদ রহমান: [২] রাশিয়া বৃহৎ পরিসরে ইউক্রেনের ওপর হামলা চালনোর পরিকল্পনা করছে। যার প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছে আছে বলে দাবি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। বিবিসি
[৩] এরপরই জরুরি ভিত্তিতে মঙ্গলবার ভিডিও কলের মাধ্যমে বৈঠকে বসার সিন্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
[৪] ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রিজনিকভ বলেন, রাশিয়া তাদের সীমান্তে ৯৪ হাজার সৈন্য জমায়েত করেছে এবং জানুয়ারির শেষ নাগাদ ইউক্রেনের ওপর সামরিক হামলার পরিকল্পনা করছে। একই রকম তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগও। রয়টার্স
[৫] এবিসি নিউজ হোয়াইট হাউজের মুখপাত্র জেন পাকির বরাত দিয়ে জানায়, বৈঠকে দুই নেতা পারস্পরিক সম্পর্ক, কৌশলগত অবস্থান, সাইবার এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করবেন। সম্পাদনা: মাজহারুল ইসলাম