শিরোনাম
◈ ভারতীয় সেনাবাহিনীর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবে বাংলাদেশের ৮ মু‌ক্তি‌যোদ্ধা ও ২ সামরিক অ‌ফিসারসহ ২০ জ‌নের প্রতিনিধি দল ◈ উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা যাবে কি না, স্পষ্ট করলেন ইসি আনোয়ারুল ◈ দুর্নীতির লাগাম টেনে ধরার রেকর্ড বিএনপির আছে—তারেক রহমান ◈ মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: পরিচয় মেলেনি গৃহকর্মী আয়েশা’র ◈ জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ ◈ তফসিলের পর সর্বোচ্চ নিরাপত্তা মোতায়েন, বেআইনি সমাবেশে কঠোর ব্যবস্থা: অন্তর্বর্তী সরকারের বিবৃতি  ◈ ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’ ◈ হাইকোর্টের আশপাশের এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ : ডিএম‌পি ◈ ১৩ ব্যাংক থেকে কেনা হলো ২০ কোটি ২০ লাখ ডলার ◈ ১৮টি কেন্দ্র–৪৯টি ভেন্যুতে মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার: কড়া নিষেধাজ্ঞা ও নতুন নির্দেশনা

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২১, ০৭:৫৬ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২১, ০৭:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাবির ২৯ব্যাচের নির্বাচন অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২৯ ব্যাচের এ্যালামনাই এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হয়েছেন দর্শন বিভাগের সাদাত হোসেন, সাধারণ সম্পাদক গণিত বিভাগের মো: আব্দুল্লাহ আল মামুন।

শনিবার (৪ ডিসেম্বর) ব্যাচের এ্যালামনাই এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ ডিসেম্বর শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ২৯ ব্যাচের শিক্ষার্থীদের সরাসরি ও অনলাইন ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২ ডিসেম্বর সকাল ৯টা থেকে অনলাইনে এবং ৩ ডিসেম্বর সকাল ৯ টা থেকে স্বশরীরে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৩টা পর্যন্ত। নির্বাচনে ভোটার সংখ্যা ছিলো ৫০৮ জন। মোট ভোট গৃহীত হয়েছে ৪৬২টি। বিকাল সাড়ে ৫টায় মুক্তমঞ্চে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন পরিচালনার জন্য ৩ বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন লে: মো:আজিজুর রহমান (অব:), অন্য দুইজন হলেন- নির্বাচন কমিশনার রাফি আক্তার ও মাহবুব উল আলম।

প্রসঙ্গত ঐদিন ছিলো ২৯ব্যাচের একুশ তম পূনর্মিলনী। নানা আয়োজনে সারাদিন বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ক্যাফেটেরিয়া ও মুক্তমঞ্চ ছিলো মুখর। মুক্তমঞ্চে অতীতের স্মৃতিতে হারিয়ে গিয়ে ছিলো সবাই। দিন শেষে বিগত কমিটি নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়