শিরোনাম
◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়?

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২১, ০৯:১৫ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২১, ০৯:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদক মামলায় সিলেটের লেডি বাইকার রিয়ার আগাম জামিন

খালিদ আহমেদ: [২] মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় সিলেটে লেডি বাইকার নামে পরিচিত রিয়া রায় আজ বৃহস্পতিবার হাইকোর্টে হাজির হয়ে জামিন চাইলে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আতোয়ার রহমানের বেঞ্চ তাঁকে আট সপ্তাহের জামিন দেন।

[৩] আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সঙ্গে ছিলেন বিভুতি ভুষণ সরকার ও পূর্ণিমা জাহান।

[৪] আদেশের পর সুমন বলেন, ‘রিয়ার বয়স কম। সে বিবিএতে পড়ছে। আমি চাই সে যেন ন্যায়বিচার পায়। সে যেন ষড়যন্ত্রের শিকার না হয়। আট সপ্তাহ পর তাকে বিচারিক আদালতে হাজির হতে হবে।’

[৫] রিয়া রায় বলেন, ‘জামিন পাওয়ায় ভালো লাগছে। আমি চাই নিরপেক্ষ বিচার হোক।’

[৬] পুলিশের তথ্যমতে, সিলেট নগরীর এয়ারপোর্ট এলাকা থেকে মাদকসহ আটক হন রিয়ার প্রেমিক। ওই ঘটনায় গত ৮ নভেম্বর আরমান সামীকে প্রধান আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা করে সিলেট বিমানবন্দর থানা-পুলিশ। যাতে রিয়াকেও আসামি করা হয়।

[৭] সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, ১০ নভেম্বর প্রেমিক আরমান সামিকে নিয়ে রিয়া সিলেটের এয়ারপোর্টসংলগ্ন এলাকায় যান। নীল রঙের একটি গাড়ি নিয়ে এদিক-সেদিক ঘুরছিলেন তাঁরা। টহল পুলিশের সন্দেহ হলে গাড়িটি থামানোর সংকেত দেওয়া হয়। একটু দূরে গিয়ে থামে গাড়িটি। তখন গাড়ি থেকে এক তরুণী দ্রুত নেমে যান। আরমান সামিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। সে সময় গাড়ি থেকে ৫০০ গ্রাম মদ, ১০টি ইয়াবা, দুই প্যাকেট গাঁজাসহ সামীকে আটক করার পর তিনি জানান তাঁর সঙ্গে লেডি বাইকার রিয়াও ছিল। কৌশলে সে পালিয়ে গেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়