শিরোনাম
◈ উগান্ডা‌কে হা‌রি‌য়ে নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা ◈ বর্ণিল আয়োজনে ঢাকায় নারী কাবাডি বিশ্বকাপের উদ্বোধন হ‌লো ◈ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: প্রতিক্রিয়ায় যা বলল ভারত ◈ ‘ভারত কোনো অবস্থাতেই হাসিনাকে ফেরত দেবে না’ ◈ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেসবুক স্ট্যাটাসে যা লিখলেন ◈ এই ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এখানে একদিন হাসিনারও বিচার হবে: সালাউদ্দিন কাদেরের সেই বক্তব্য ভাইরাল (ভিডিও) ◈ শেখ হাসিনাকে কোন অভিযোগে কী সাজা দেওয়া হয়েছে ◈ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে এপিএম টার্মিনালসের ঐতিহাসিক পিপিপি চুক্তি ◈ খুনি হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন সারজিস ◈ ইউ‌রো‌পের মা‌ঠে ফিলিস্তিন ফুটবল দ‌লের বিশেষ বার্তা

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২১, ০১:০৯ দুপুর
আপডেট : ৩০ নভেম্বর, ২০২১, ০৬:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিন ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ১০৩২, বিদ্রোহী ও বিরোধীদল ৯৬৯ জয়ী

মহসীন কবির: [২] তিন ধাপের ২০০২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী- বিরোধীদল প্রায় সমান জয়লাভ করেছে।

[৩] ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ৯৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ৪২৬, বিদ্রোহী ২৭০, বিএনপি ৯১, অন্যান্য ও সতন্ত্র দল মিলে ২০৫ জন জয়ী হয়েছে।

[৪] ১১ নভম্বের দ্বিতীয় ধাপের ৮৩৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে বিজয়ী হয়েছেন ৪৮৬ জন প্রার্থী। স্বতন্ত্র থেকে থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৩৩০ জন। প্রধান বিরোধী দল জাতীয় পার্টি থেকে ১০ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ৪ জন এবং জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), খেলাফত মজিলিশ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের একজন করে প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

[৫] ২২ জুন প্রথম ধাপের ২০৪টি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত জয়ী ১৪৮জন প্রার্থীর মধ্যে ১২০ জন সরাসরি ভোটে এবং বাকী ২৮জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়াও ৪৯টি ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন।

[৬] স্বতন্ত্রদের অধিকাংশই আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে জয়লাভ করেছেন। এর বাইরে তিনটি বিরোধী রাজনৈতিক দল থেকে নির্বাচিত ৭ জনের মধ্যে জাতীয় পার্টি (জেপি) থেকে বাইসাইকেল প্রতীক নিয়ে ৩ জন, জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীক নিয়ে ৩ জন এবং হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ১ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে দলগতভাবে বিএনপি অংশ নেয়নি।

[৭] নৌকার প্রাথী জয়ী- প্রধম ধাপে ৭৩.৪৮ শতাংশ, দ্বিতীয় ধাপে ৫৮.২৭ শতাংশ,  তৃতীয় ধাপে ৫২.৯২ শতাংশ । স্বতন্ত্র ও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জয়ী- প্রধম ধাপে ২৪.২২ শতাংশ, দ্বিতীয় ধাপে ৩৯.৫৬%, তৃতীয় ধাপে ৪৪.৯৫ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়