শিরোনাম
◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ ◈ শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি প্রাথমিক শিক্ষকদের ◈ নির্বাচনের আগে গণভোট চাওয়া নির্বাচন বানচালের ষড়যন্ত্র: মির্জা ফখরুল ◈ ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন: ইসি মাছউদ ◈ নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ব্যবসা চলবে না: ডাকসু ভিপি (ভিডিও) ◈ জুলাই সনদে কোনো নোট অব ডিসেন্ট থাকবে না: নাহিদ ইসলাম ◈ গণ-অভ্যুত্থানের পর থেকেই গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ ব্রাহ্মণবাড়িয়ায় আঞ্চলিক সড়কে ট্রাক-অটোরিক্সা মুখোমুখি, নিহত ২ ◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২১, ০১:০৯ দুপুর
আপডেট : ৩০ নভেম্বর, ২০২১, ০৬:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিন ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ১০৩২, বিদ্রোহী ও বিরোধীদল ৯৬৯ জয়ী

মহসীন কবির: [২] তিন ধাপের ২০০২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী- বিরোধীদল প্রায় সমান জয়লাভ করেছে।

[৩] ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ৯৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ৪২৬, বিদ্রোহী ২৭০, বিএনপি ৯১, অন্যান্য ও সতন্ত্র দল মিলে ২০৫ জন জয়ী হয়েছে।

[৪] ১১ নভম্বের দ্বিতীয় ধাপের ৮৩৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে বিজয়ী হয়েছেন ৪৮৬ জন প্রার্থী। স্বতন্ত্র থেকে থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৩৩০ জন। প্রধান বিরোধী দল জাতীয় পার্টি থেকে ১০ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ৪ জন এবং জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), খেলাফত মজিলিশ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের একজন করে প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

[৫] ২২ জুন প্রথম ধাপের ২০৪টি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত জয়ী ১৪৮জন প্রার্থীর মধ্যে ১২০ জন সরাসরি ভোটে এবং বাকী ২৮জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়াও ৪৯টি ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন।

[৬] স্বতন্ত্রদের অধিকাংশই আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে জয়লাভ করেছেন। এর বাইরে তিনটি বিরোধী রাজনৈতিক দল থেকে নির্বাচিত ৭ জনের মধ্যে জাতীয় পার্টি (জেপি) থেকে বাইসাইকেল প্রতীক নিয়ে ৩ জন, জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীক নিয়ে ৩ জন এবং হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ১ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে দলগতভাবে বিএনপি অংশ নেয়নি।

[৭] নৌকার প্রাথী জয়ী- প্রধম ধাপে ৭৩.৪৮ শতাংশ, দ্বিতীয় ধাপে ৫৮.২৭ শতাংশ,  তৃতীয় ধাপে ৫২.৯২ শতাংশ । স্বতন্ত্র ও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জয়ী- প্রধম ধাপে ২৪.২২ শতাংশ, দ্বিতীয় ধাপে ৩৯.৫৬%, তৃতীয় ধাপে ৪৪.৯৫ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়