নিজস্ব প্রতিবেদক : [২] রাজধানীর রামপুরায় শিক্ষার্থী নিহতের ঘটনায় অনাবিল পরিবহনের বাসটি জব্দ করে চালক ও হেলপারকে আটক করে পুলিশ। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। ডিবিসি
[৩] আটকের বিষয়টি নিশ্চিত করে পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আ. আহাদ বলেন, ঘটনার পর চালক পালিয়ে যাচ্ছিল। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে আটক করে। সে বর্তমানে থানায় আছে। বাসটিও জব্দ করা হয়েছে।
[৪] শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ঘটনাস্থলে জড়ো হয়ে সড়ক অবরোধ করে ১২টি বাস ভাংচুর ও ৭টি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
[৫] বাসের চাপায় নিহত ওই শিক্ষার্থীর নাম মাইনুদ্দিন ওরফে মাইনুল। নিহত মাইনুল রামপুরার একরামুন্নেসা স্কুল থেকে এবার এএসসি পরীক্ষা দিয়েছেন। রামপুরার তিতাস রোডে ভাড়া বাসায় থেকে চায়ের দোকান চালান মাঈনুদ্দিনের বাবা।