শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২১, ১১:১৯ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২১, ১১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেন্টমার্টিন দ্বীপকে ধূমপান মুক্ত এলাকা ঘোষণার সুপারিশ সংসদীয় কমিটির

মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠকে এই সুপারিশ করা হয়।

[৩] সোমবার কমিটি সভাপতি সাবের হোসেন চৌধুরী’র সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।কমিটি সদস্য পরিবেশন, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, তানভীর শাকিল জয়, মোঃ রেজাউল করিম বাবলু, খোদেজা নাসরিন আক্তার হোসেন এবং মোঃ শাহীন চাকলাদার বৈঠকে অংশগ্রহণ করেন।

[৪] জানা যায়, বৈঠকে পরিবেশ দূষণ রোধে করনীয় এবং বন মন্ত্রণালয়ের জবরদখলকৃত ভূমি উদ্ধার ও বণ্যপ্রাণী সংরক্ষণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

[৫] পরিবেশ দূষণের কারণে ক্ষতিগ্রস্থ এলাকা রক্ষার্থে শিল্প মন্ত্রণালয়কে সুস্পষ্ট নির্দেশনা প্রদানের উপর গুরুত্বারোপ করে কোন অবস্থাতেই পরিবেশ দূষণ না করার জন্য জোরালো মত প্রকাশ করা হয়। শিল্প রক্ষার পাশাপাশি মানুষ ও অন্যান্য প্রাণীর জীবনমান সচল রাখা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতের মাধ্যমে শিল্পকারখানা নির্মাণের ব্যাপারেও সুপারিশ করা হয়।

[৭] এছাড়া সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ রক্ষার উদ্দেশ্যে সুনির্দিষ্ট পারিমান পর্যটক গমনাগমনের নীতিমালা তৈরীর পরামর্শ দেয়া হয়।

[৮] বন অধিদপ্তরের নিজস্ব ব্যবস্থাপনায় জবর দখলকৃত বনভূমি উদ্ধারের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করা হয়। বণ্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় প্রাণী হত্যা রোধের কার্যক্রম গুরুত্বের সাথে বিবেচনা করে দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। সর্বপোরি বণ্যপ্রাণী নিধন নিরুৎসাহিত করার আহবান জানানো হয় এবং এ ব্যাপারে গণমাধ্যমে ব্যাপক প্রচারের পরামর্শ রাখা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়