শিরোনাম
◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২১, ০৯:০৫ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২১, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাটখিলে অস্ত্র, গুলি ও মোটরসাইকেল’সহ গ্রেপ্তার দুই

সাইফুল ইসলাম: [২] নোয়াখালীর চাটখিল পৌরসভা এলাকায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে দশানী টবগা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

[৩] এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরী এলজি, ২টি শর্টগানের কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ২টি চাকু, ২টি স্ক্রু ড্রাইভার, ৩টি প্লাস, ১টি ড্রিল মেশিন ও ২টি ড্রিল মেশিনের স্ক্রু উদ্ধার করা হয়।

[৪] গ্রেপ্তারকৃতরা হলো-দশানী টবগা এলাকার আলমগীর হোসেনের ছেলে ফুয়াদ হোসেন সৈকত (২৭) এবং তার সহযোগী ভাওয় আলিপুর গ্রামের এছাক মিয়ার ছেলে মামুন হোসেন (৩০)।

[৫] পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে চাটখিল থানার ওসি আবুল খায়েরের নেতৃত্বে দশানী টবগা এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে ওই এলাকা থেকে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মাষ্টার মাইন্ড ও ১৪টি মামলার আসামি ফুয়াদ হোসেন সৈকতের ঘর থপকে তাকে ও তার সহযোগী ৯ মামলার আসামি মামুন হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ঘর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।

[৬] চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গ্রেপ্তারকৃত দুই আসামি বিরুদ্ধে মাদক, চুরি এবং অস্ত্র মামলাসহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়