রাশিদুল ইসলাম : [১] তেলের দর হ্রাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার রিজার্ভ খুলে দিয়েছিলেন। ভারতও রিজার্ভ থেকে ৫০ লাখ ব্যারেল তেল খোলা বাজারে ছাড়ে। কিন্তু কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রমনে’র খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দর প্রতি ব্যারেল ৭৩.১৯ ডলারে নেমে গেছে। ওয়েল প্রাইস ডটকম
[৩] তেলের পাশাপাশি এশিয়ায় এলএনজি’র দাম হ্রাস পেয়ে ব্যারেল প্রতি নেমেছে ৩৬ ডলারে।
[৫] কপ২৬ সম্মেলনের পর সবুজ জালানির পথে হাঁটতে শুরু করেছে বিভিন্ন দেশ। এও তেলের মূল্য কমার আরেক কারণ।
[৬] আন্তর্জাতিক বিশ্লেষকদের সংখ্যা এসব কারণ তেলের বাজারে ৩.৩ ট্রিলিয়ন ডলারের ধাক্কা নিয়ে আসছে।
[৭] গত বছর কোভিডের কারণে চাহিদা কমে যাওয়ায় তেলের বাজার খোয়া যায় দেড়শ বিলিয়ন ডলার।