রাশিদুল ইসলাম : [২] গত এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে শেয়ারবাজারের লেনেদেনে ডাও সূচক ৯০৫ পয়েন্ট হ্রাস (২.৫ শতাংশ) পায়। সিএনএন
[৩] এসএন্ডপি ৫০০ সূচকেও গত ফেব্রুয়ারির পর থেকে সবচেয়ে খারাপ দিন ছিল, ২.৩ শতাংশ কমে যায় বাজার দর। নাসডাক কম্পোজিট গত সেপ্টেম্বরের পর সবচেয়ে বেশি পতন ঘটে অর্থাৎ এ বাজারে সূচক পতন ঘটে ২.২ শতাংশ।
[৪] বিমানসংস্থাগুলোর স্টক এবং অন্যান্য ভ্রমণ সংক্রান্ত খাতে বেশি সূচকের পতন হয়।
[৫] গত ১৭ মাসের মধ্যে সবচেয়ে খারাপ দিন ছিল ইউরোপিয় স্টকের। ক্রুজ পরিচালনাকারী প্রতিষ্ঠান কার্নিভ্যাল করপোরেশন, রয়েল ক্যারিবিয়ান ক্রুজেস এবং নরওয়েজিয়ান ক্রুজ লাইনের প্রতিটির দরপতন হয়েছে শতকরা ১০ ভাগের বেশি। ইউনাইটেড এয়ারলাইন্স, ডেল্টা এয়ারলাইন্স এবং আমেরিকান এয়ারলাইন্সেরও শেয়ার মূল্য প্রায় একই পরিমাণে কমে গেছে।