শিরোনাম
◈ সাবেক ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ তারেক রহমানকে বহনকারী ফ্লাইট থেকে মধ্যরাতে দুই কেবিন ক্রু প্রত্যাহার করলো বিমান ◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে?

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২১, ০৭:৫৪ বিকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২১, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অতিরিক্ত ভাড়া আদায়ে ঢাকা-চট্টগ্রামে ৪৩ বাসে জরিমানা

সুজিৎ নন্দী: [২] বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক লাখ ২৩ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার সংস্থাটির পরিচালক (এনফোর্সমেন্ট) সরওয়ার আলম এ তথ্য জানান।

[৩] বিআরটিএ জানিয়েছে, অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে বুধবার ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২২০টি ডিজেল চালিত ও ৩৫টি সিএনজি চালিত বাসকে এক লাখ ২৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। ১১টি স্পটে ১০টি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এসব জরিমানা করা হয়।

[৪] ভ্রাম্যমাণ আদালত বাস-মিনিবাস পরিদর্শন ও তল্লাশি এবং বাড়তি ভাড়ার বিষয় যাচাই-বাছাই করে দেখেন। এতে ৪৩টি ডিজেল চালিত বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অপরাধের প্রমাণ পাওয়া যায় এবং জরিমানা ও মামলা করা হয়।

[৫] সকাল থেকে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) সরওয়ার আলম ও উপপরিচালক হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পরিদর্শন করেন।

[৬] এ সময় তারা যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং অভিযোগ শুনে তা সমাধানের চেষ্টা করেন। অভিযানকালে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়