শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২১, ০১:০২ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২১, ০১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িল বিশ্বরোডে পোশাক শ্রমিকদের অবরোধ

ডেস্ক রিপোর্ট: রাজধানীর কুড়িল বিশ্বরোড সড়কে অবরোধ কর্মসূচি পালন করছেন ওয়েমার্ট অ্যাপারেন্স লিমিটেডের শ্রমিকরা। বার্তা২৪.কম

বুধবার (২৪ নভেম্বর) কুড়িল বিশ্বরোড-রামপুরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে করে রামপুরা থেকে উত্তরা পর্যন্ত ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন অফিসগামী ও পথচারীরা। অনেকে রাস্তা পেরিয়ে বিকল্প সড়ক ব্যবহার করেছেন।

শ্রমিকরা জানান, মার্কেন্টাইল ব্যাংক ওয়েমার্ট অ্যাপরেন্স গার্মেন্টসের মালিকের টাকা না ছাড়ায় গত তিন মাস ধরে তাদের বেতন হচ্ছে না। বেতন না হওয়ায় পরিবার পরিজন নিয়ে তারা কষ্টে আছেন। এজন্য রাস্তা্য় নামতে বাধ্য হয়েছেন।

অবরোধের বিষয়ে রেবেকা সুলতানা নামে এক গার্মেন্স কর্মী জানান, গার্মেন্টস কর্মীদের বেতন এক মাসের জায়গায় তিন মাস পর দেয়, তাও সঠিকভাবে দেয় না। হয় টাকা দিব না হয় আন্দোলন চলবে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বার্তা২৪.কমকে বলেন, কুড়িল বিশ্বরোড সড়ক অবরোধ করে গার্মেন্টস কর্মীরা অবরোধ করছেন। আমরা তাদের সঙ্গে কথা বলছি, বিষয়টি দ্রুত সমাধান করে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এদিকে বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মিরপুর ১০ ও ১৩ নম্বরে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

সকাল ৯টার পরে শ্রমিকরা মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নেন। তারা পোশাক কারখানায় ভাঙচুর চালায় বলেও খবর পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়