এ এইচ সবুজ, গাজীপুর: [২] জেলার শ্রীপুরে একটি রিসোর্ট থেকে চারটি মায়া হরিণ ও ৫৬টি চিত্রা হরিণের শিং জব্দ করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
[৩] মঙ্গলবার (২৩ নভেম্বর) উপজেলার ভাংনাহাটি গ্রামের ‘গ্রিন ভিউ গলফ রিসোর্ট’ থেকে হরিণ ও শিংগুলো জব্দ করা হয়।
[৪] বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নার্গিস সুলতানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই রিসোর্টে অভিযান চালিয়ে চারটি মায়া হরিণ ও ৫৬টি চিত্রা হরিণের শিং জব্দ করা হয়। পরে উদ্ধার মায়া হরিণ গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়।
[৫] এ সময় জুনিয়র ওয়াইন্ড লাইফ স্কাউট সাদেকুল ইসলাম, বন কর্মকর্তা হাসান আল তারেক, ঢাকা বিভাগের রেঞ্জ কর্মকর্তা মীর বজলুর রহমান উপস্থিত ছিলেন।