জেরিন আহমেদ, বাবুল খাঁন : [২] এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
[৩] নিহত আওয়ামী লীগ নেতার নাম উথোয়াই নু মারমা (৪২)। তিনি তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। এ ঘটনায় তার স্ত্রী উনুচিং মারমা (৩৬) ও অপর এক প্রতিবেশী গুলিবিদ্ধ হয়ে আহত হন।
[৪] বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার জানিয়েছেন, একদল সশস্ত্র সন্ত্রাসী উথোয়াইনু মারমার বাসা ঘেরাও করে গুলি করলে সে ঘটনাস্থলে নিহত হয়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়েছে।
[৫] স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যায় উথোয়াইনু মারমাসহ বেশ কয়েকজন তার বাসায় খাওয়া দাওয়া করার সময় সেখানে সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়।