মোক্তার হোসেন: [২] যুক্তরাষ্ট্র ও চীন সংরক্ষিত তেল বাজারে ছাড়ায় বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। জ্বালানি তেলের দর ব্যারেলপ্রতি ৮০ ডলারে নেমে এসেছে। এর আগে ব্যারেলপ্রতি দাম ৮৫ ডলার ছাড়িয়ে গিয়েছিল। গত ছয় সপ্তাহের মধ্যে এখন দাম সবচেয়ে কম। এজন্য সবাই ধন্যবাদ জানাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীনকে। সিএনএন
[৩] কিছুটা পরিশোধিত তেলের দাম ২ দশমিক ৩৫ ডলার কমে জানুয়ারি নাগাদ ৭৮ দশমিক ৮৯ ডলার নির্ধারিত হয়েছে। ডিসেম্বরের জন্য যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট-ডব্লিউটিআইএর অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৯১ ডলার কমে ৭৬ দশমিক ১০ ডলার নির্ধারিত হয়েছে। জানুয়ারির জন্য ডব্লিউটিআই ২ দশমিক ৬৫ ডলার কমিয়ে ৭৫ দশমিক ৭৮ ডলার ধরা হয়েছে। সম্পাদনা: সাকিবুল আলম