ফাহাদ ইফতেখার, মোক্তার হোসেন: [২] কানাডার অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ভাইরাস গবেষক মাইকেল ওরোবি বৃহস্পতিবার সায়েন্স সাময়িকীতে লেখা এক নিবন্ধে এ দাবি করেছেন।এএফপি নিউজ
[৩] তিনি বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস শনাক্তের যে সময়ের কথা বলেছিলো তারো কয়েক দিন পর উহানে করোনা শনাক্ত হয়।
[৪] ওরোবি দাবি করেছেন, করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে গবেষণায় নির্ভরযোগ্য প্রমাণ পেয়েছেন তিনি।তিনি আরো বলেন,পশুর বাজার থেকেই যে করোনা মহামারির প্রাদুর্ভাব শুরু সে ব্যাপারে যথেষ্ঠ প্রমাণ রয়েছে তার কাছে। এনডিটিভি
[৫] উহানে প্রথম একজন নারী করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি ওই বাজারেই কাজ করতেন। সম্পাদনা: ফাহমিদুল কবীর।