শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ১২:৫৬ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিরপুরের উইকেট নিয়ে বাংলাদেশকে জ্ঞান দিলেন পাকিস্তানের সালমান বাট

স্পোর্টস ডেস্ক : [২] মিরপুরের ধীর উইকেটের জন্য বাংলাদেশের সমালোচনা করেছেন পাকিস্তানের বিতর্কিত ক্রিকেটার ও সাবেক অধিনায়ক সালমান বাট। এমন উইকেটে খেলে আন্তর্জাতিক অঙ্গনে ভালো করা সম্ভব নয়, বাট দিয়েছেন এমন সতর্কবার্তাও।

[৩] মিরপুরের উইকেটে খেলে বাংলাদেশ দল সাফল্য পেলে বিদেশ সফরে গিয়ে দল খেই হারাচ্ছে। এই ইস্যু টেনে বাট বাংলাদেশকে উইকেট নিয়ে খোঁচা মারতে ভুলেননি। বাংলাদেশের উইকেটের সমালোচনা করে তিনি বলেন, আমরা একটি শট খেলার সময় আমরা ছক্কাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পছন্দ করি। মঈন খান ক্রিকেট একাডেমিতে টুর্নামেন্ট খেলেছি। এখানে পিচগুলো এমনই হয়। বাংলাদেশ জেতার জন্য যে এমন বাজে পিচ বানাচ্ছে এটা ঠিক হচ্ছে না। এটা তাদের কোনো উপকারই করছে না।

[৪] বাটের মতে, মিরপুরের মতো উইকেটে খেলে বাংলাদেশ বৈশ্বিক ক্রিকেটারের সাথে তাল মেলাতে ব্যর্থ হচ্ছে। তার দাবি, তারা ঘরের মাঠে যেমন পিচে খেলে জয় পাচ্ছে, পৃথিবীর অন্যান্য জায়গায় তো এমন উইকেটে খেলা হয় না। দেশে যেমন ক্রিকেট খেলে সিরিজ জিতছে, অন্য জায়গায় তো এমন ক্রিকেট হচ্ছে না। এটা নিয়ে ভাবতে হবে।

[৫] বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে বল হাতে দ্যুতি ছড়ানো হাসান আলীর পারফরম্যান্সকেও তাই প্রশংসায় ভাসাতে পারছেন না বাট। তিনি বলেন, বাংলাদেশে হাসানের আসল পরীক্ষা হচ্ছে না। এখানে তো পিচই এরকম (বোলিং বান্ধব)। দেশের বাইরে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে, জিততে হলে ওরকম উইকেটে খেলতে হবে। পাকিস্তানের উইকেটগুলো ভালো। - ক্রিকটাইম,

  • সর্বশেষ
  • জনপ্রিয়