শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ১২:৫৬ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিরপুরের উইকেট নিয়ে বাংলাদেশকে জ্ঞান দিলেন পাকিস্তানের সালমান বাট

স্পোর্টস ডেস্ক : [২] মিরপুরের ধীর উইকেটের জন্য বাংলাদেশের সমালোচনা করেছেন পাকিস্তানের বিতর্কিত ক্রিকেটার ও সাবেক অধিনায়ক সালমান বাট। এমন উইকেটে খেলে আন্তর্জাতিক অঙ্গনে ভালো করা সম্ভব নয়, বাট দিয়েছেন এমন সতর্কবার্তাও।

[৩] মিরপুরের উইকেটে খেলে বাংলাদেশ দল সাফল্য পেলে বিদেশ সফরে গিয়ে দল খেই হারাচ্ছে। এই ইস্যু টেনে বাট বাংলাদেশকে উইকেট নিয়ে খোঁচা মারতে ভুলেননি। বাংলাদেশের উইকেটের সমালোচনা করে তিনি বলেন, আমরা একটি শট খেলার সময় আমরা ছক্কাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পছন্দ করি। মঈন খান ক্রিকেট একাডেমিতে টুর্নামেন্ট খেলেছি। এখানে পিচগুলো এমনই হয়। বাংলাদেশ জেতার জন্য যে এমন বাজে পিচ বানাচ্ছে এটা ঠিক হচ্ছে না। এটা তাদের কোনো উপকারই করছে না।

[৪] বাটের মতে, মিরপুরের মতো উইকেটে খেলে বাংলাদেশ বৈশ্বিক ক্রিকেটারের সাথে তাল মেলাতে ব্যর্থ হচ্ছে। তার দাবি, তারা ঘরের মাঠে যেমন পিচে খেলে জয় পাচ্ছে, পৃথিবীর অন্যান্য জায়গায় তো এমন উইকেটে খেলা হয় না। দেশে যেমন ক্রিকেট খেলে সিরিজ জিতছে, অন্য জায়গায় তো এমন ক্রিকেট হচ্ছে না। এটা নিয়ে ভাবতে হবে।

[৫] বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে বল হাতে দ্যুতি ছড়ানো হাসান আলীর পারফরম্যান্সকেও তাই প্রশংসায় ভাসাতে পারছেন না বাট। তিনি বলেন, বাংলাদেশে হাসানের আসল পরীক্ষা হচ্ছে না। এখানে তো পিচই এরকম (বোলিং বান্ধব)। দেশের বাইরে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে, জিততে হলে ওরকম উইকেটে খেলতে হবে। পাকিস্তানের উইকেটগুলো ভালো। - ক্রিকটাইম,

  • সর্বশেষ
  • জনপ্রিয়