শিরোনাম
◈ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা ◈ পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর ◈ স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা ◈ ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল: এক্স (X), স্পটিফাই সহ হাজারো সাইটে সমস্যা! ◈ এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে: প্রধান উপদেষ্টা ◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ১২:৫৬ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিরপুরের উইকেট নিয়ে বাংলাদেশকে জ্ঞান দিলেন পাকিস্তানের সালমান বাট

স্পোর্টস ডেস্ক : [২] মিরপুরের ধীর উইকেটের জন্য বাংলাদেশের সমালোচনা করেছেন পাকিস্তানের বিতর্কিত ক্রিকেটার ও সাবেক অধিনায়ক সালমান বাট। এমন উইকেটে খেলে আন্তর্জাতিক অঙ্গনে ভালো করা সম্ভব নয়, বাট দিয়েছেন এমন সতর্কবার্তাও।

[৩] মিরপুরের উইকেটে খেলে বাংলাদেশ দল সাফল্য পেলে বিদেশ সফরে গিয়ে দল খেই হারাচ্ছে। এই ইস্যু টেনে বাট বাংলাদেশকে উইকেট নিয়ে খোঁচা মারতে ভুলেননি। বাংলাদেশের উইকেটের সমালোচনা করে তিনি বলেন, আমরা একটি শট খেলার সময় আমরা ছক্কাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পছন্দ করি। মঈন খান ক্রিকেট একাডেমিতে টুর্নামেন্ট খেলেছি। এখানে পিচগুলো এমনই হয়। বাংলাদেশ জেতার জন্য যে এমন বাজে পিচ বানাচ্ছে এটা ঠিক হচ্ছে না। এটা তাদের কোনো উপকারই করছে না।

[৪] বাটের মতে, মিরপুরের মতো উইকেটে খেলে বাংলাদেশ বৈশ্বিক ক্রিকেটারের সাথে তাল মেলাতে ব্যর্থ হচ্ছে। তার দাবি, তারা ঘরের মাঠে যেমন পিচে খেলে জয় পাচ্ছে, পৃথিবীর অন্যান্য জায়গায় তো এমন উইকেটে খেলা হয় না। দেশে যেমন ক্রিকেট খেলে সিরিজ জিতছে, অন্য জায়গায় তো এমন ক্রিকেট হচ্ছে না। এটা নিয়ে ভাবতে হবে।

[৫] বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে বল হাতে দ্যুতি ছড়ানো হাসান আলীর পারফরম্যান্সকেও তাই প্রশংসায় ভাসাতে পারছেন না বাট। তিনি বলেন, বাংলাদেশে হাসানের আসল পরীক্ষা হচ্ছে না। এখানে তো পিচই এরকম (বোলিং বান্ধব)। দেশের বাইরে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে, জিততে হলে ওরকম উইকেটে খেলতে হবে। পাকিস্তানের উইকেটগুলো ভালো। - ক্রিকটাইম,

  • সর্বশেষ
  • জনপ্রিয়