ফাহমিদুল কবীর: [২] ১৯ অক্টোবর, লস অ্যাঞ্জেলসে বন্ধু অ্যালেন ডিজেনেরেসের শোতে এই প্রাঙ্ক করেন রাস্তার তিনজন বিক্রেতার সঙ্গে। অ্যালেনের নির্দেশনায় অদ্ভুত এসব কান্ড করেন মেগান। ডেইলি মেইল
[৩] কানে থাকা গোপন ইয়ারফোনের মাধ্যমে অ্যালেনের কথা শুনে সেই অনুসারে প্রাঙ্ক করতে থাকেন মেগান। হট সস, কুকিস, চিপস ও বেবি বোতলে দুধ খেয়ে শিশুসুলভ আচরণ ও হাঁসের মতো চলাফেরায় হাস্যরস সৃষ্টি করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন।
[৪] বেড়ালের মতো মিউ মিউ শব্দে এক মুহূর্তের জন্য মেগান দর্শকদের ভুলিয়ে দিয়েছিলেন যে তিনি রাজপরিবারের সদস্য।
[৫] জুন ২০২০ থেকে লস অ্যাঞ্জেলসের মন্টেসিটোতে দুই সন্তানসহ বসবাস করছেন হ্যারি ও মেগান। সম্পাদনা : মোহাম্মদ রকিব