মারুফ হাসান: [২] বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে তার গুলশান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডিবিসি
[৩] আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, তাড়াহুড়ো করে নির্বাচন কমিশন গঠন আইন প্রণয়ন করা সঠিক হবে না । আরটিভি
[৪] এর আগে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ‘খসড়া নির্বাচন কমিশন নিয়োগ আইন’-এর কপি আইনমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
[৫] সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার অধ্যাদেশ জারি করে নির্বাচন কমিশন গঠন আইন প্রণয়নের পরামর্শ দিলে আইনমন্ত্রী বলেন, জাতীয় সংসদকে পাশ কাটিয়ে এ আইন প্রণয়ন করা সঠিক হবে না।
[৬] মন্ত্রী বলেন, ‘আগামী জানুয়ারি মাসে পরবর্তী অধিবেশন বসবে, ফেব্রুয়ারিতে বর্তমান ইসির মেয়াদ শেষ হবে। তাই এই স্বল্পসময়ে ইসি গঠন আইন প্রণয়ন করা সম্ভব নয়।’
[৭] তিনি আরও বলেন, ‘ইসি গঠনের জন্য যে সার্চ কমিটি করার নিয়ম চালু আছে, তা আইন না হলেও আইনের কাছাকাছি। কারণ, এ সার্চ কমিটি রাষ্ট্রপতি গঠন করে থাকেন।’
[৮] প্রতিনিধি দলে আরও ছিলেন সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক, সৈয়দ আবু নাছের বখতিয়ার আহমেদ, অধ্যাপক রুবাইয়াৎ ফেরদৌস, দিলিপ কুমার সরকার প্রমুখ।