স্পোটর্স ডেস্ক: [২] দেশে ফেরার পর খেলোয়াড়দের কোরেন্টাইন জটিলতা থেকে নিরাপদ রাখতে ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে নিউজিল্যান্ড।
[৩] নিউজিল্যান্ড মূলপর্বে না খেলায়, বাছাই পর্ব থেকে ছিটকে যাওয়াদের তালিকায় শীর্ষে থাকা স্কটল্যান্ড মূলপর্বে খেলার সুযোগ পেয়েছে।
[৪] ১৪ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১০টি ভেন্যুতে ১৬টি দল মূলপর্বের খেলায় অংশগ্রহণ করবে। এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, কানাডা এবং আরব আমিরাত।
[৫] গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম খেলা ১৬ জানুয়ারি প্রতিপক্ষ ইংল্যান্ড। এরআগে ১৪ জানুয়ারি উদ্বোধনী খেলায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সম্পাদনা: মাকসুদ রহমান